For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিশরের হয়ে শেষ ম্যাচ সালাহ-র! তাহলে এরপর থেকে খেলবেন কোন দেশের হয়ে

বিশ্বকাপে মিশরের হয়ে কি শেষ ম্যাচ খেলতে চলেছেন মহম্মদ সালাহ! রাজনৈতিক দ্বন্দ্বের জেরে তাঁর মিশর ছাড়ার সম্ভাবনা প্রবল।

Google Oneindia Bengali News

বিশ্বকাপে মিশরের হয়ে কি শেষ ম্যাচ খেলতে চলেছেন মহম্মদ সালাহ! রাজনৈতিক দ্বন্দ্বের জেরে তাঁর মিশর ছাড়ার সম্ভাবনা প্রবল। আর যদি সত্যিই তিনি মিশর ছাড়ার পাকাপাকি সিদ্ধান্ত নেন, তবে সোমবারই সৌদি আরবের বিরুদ্ধে মিশরের হয়ে শেষ ম্যাচ খেলতে পারেন সালাহ। এরপর তিনি দেশের হয়ে আর প্রতিদ্বন্দ্বিতা নাও করতে পারেন।

মিশরের হয়ে শেষ ম্যাচ সালাহ-র! এবার কোন দেশে

তাঁর জাতীয় দলের হয়ে ফুটবল জীবন শুরু হয়েছে সামান্য কয়েক বছর হল। আর এই বছরই তিনি ইউরোপের ক্লাব ফুটবল মাতিয়ে দিয়েছেন। মেসি-রোনাল্ডোর সঙ্গে একবাক্যে উচ্চারিত হচ্ছে তাঁর নাম। সাম্প্রতিককালের পারফরম্যান্সের ভিত্তিতে তাঁর নাম শোনা যাচ্ছে ব্যালন ডি'ওর লড়াইয়েও। এই অবস্থায় বিশ্বকাপে মিশরের হয়ে খেলতে এসে চরম বিতর্কে পড়েছেন তারকা এই ফুটবলার।

এখনও কিংবদন্তি হয়ে ওঠেননি ঠিকই, কিন্তু মিশরের ফুটবলে তিনি একটা নাম। এই মুহূর্তে তাঁকে ঘিরেই আবর্ত হয় মিশরের ফুটবল। সেই মিশরের হয়েই তিনি আর নাও খেলতে পারেন। বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গিয়েছে মিশর। কিন্তু সালাহের মিশর ছাড়া আরও বড় ধাক্কা হতে পারে দেশের ফুটবলে।

কিন্তু কেন এই সমস্যা তৈরি হল মিশরের ফুটবলে। দিনকয়েক আগে চেচনিয়ার রাজনৈতিক নেতা রমজান কাদিরভের সঙ্গে একটি ছবিকে ঘিরেই সমস্যা। রাশিয়ার চেচেন প্রদেশে মিশরের শিবির হয়। সেখানেই কাদিরভের সঙ্গে দেখা হয় সালাহর। ছবি তোলেন তিনি। এবং সেই ছবি ছড়িয়ে পড়তেই তীব্র সংকেট তৈরি হয়।

চেচেন বিদ্রোহে একটা সময় অতীষ্ট ছিল রাশিয়া। তারা আলাদা দেশ দাবি করেছিল। পুতিন সেই বিদ্রোহ শান্ত করেন। রমজান হল বিতর্কিত চেচেন নেতা। মিশরের সংবাদমাধ্যম এই ছবির অন্য ব্যাখ্যা করেছে। তাদের ব্যাখ্যা মিশর তারকা বিতর্কিত নেতার পাশে দাঁড়িয়েছেন। দেশে তাঁকে নিয়ে অযথা এই বিতর্ক ওঠায়, তিতিবিরক্ত সালাহ মিশর ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবরে প্রকাশ।

ইতিমধ্যে চেচনিয়ার সাম্মানিক নাগরিকত্বও পেয়েছেন তিনি, তাহলে কি এরপর সালাহ-র অন্যরকম ভাবনা রয়েছে। তবে আপাতত শোনা যাচ্ছে তিনি মিশরে ফিরবেন না, মিশরের হয়ে আন্তর্জাতিক ফুটবলও আর খেলবেন না। এই বিশ্বকাপের পর থেকে তিনি পাকাপাকি রাশিয়াতেই থাকতে পারেন, এমন সম্ভাবনাও দেখা দিয়েছে। কাদিরভের পাশে দাঁড়ানোয় বিতর্ক তৈরি হওয়াতেই কঠোর সিদ্ধান্ত নিতে চলেছেন সালাহ।

English summary
Mohammed Salah can leave Egypt and not to play for country. He decides to live in Russia after World Cup,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X