For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা যুদ্ধে পাশে আছি! সংকটের দিনে ময়দানের মালিদের হাতে খাবার পৌঁছে দিয়ে বার্তা দিল ক্লাব

করোনা যুদ্ধে পাশে আছি! সংকটের দিনে ময়দানের মালিদের হাতে খাবার পৌঁছে দিয়ে বার্তা দিল ক্লাব

  • |
Google Oneindia Bengali News

দেশজুড়ে করোনা উদ্বেগ। ভারতে আক্রান্তের সংখ্যা বাড়তে বাড়তে এখন ৯১ হাজার ছাড়িয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ১৭ মে আজ তৃতীয় দফার লকডাউন শেষ হচ্ছে। এরপর চতুর্থ দফার লকডাউন শুরু হলেও বিভিন্ন ক্ষেত্রে তা শিথিল রাখা হবে বলে জানা গিয়েছে। এর মাঝে করোনা থাবায় রুটি-রুজিতে টান পরা ময়দানের মালিদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইস্টবেঙ্গল-আইএফএ। এবার ময়দানের মালিকের জন্য সাহায্য কলকাতার তৃতীয় প্রধান মহামেডানের।

মালিদের সুখ-দুঃখে মহামেডান

মালিদের সুখ-দুঃখে মহামেডান

সাদা কালো শিবিরের কর্তারা শনিবার ময়দানের ক্লাবগুলোতে গিয়ে মালিদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।

সাদা-কালো ব্রিগেডের সাহায্য

সাদা-কালো ব্রিগেডের সাহায্য

মহামেডান ক্লাবের প্রেসিডেন্ট আমিরুদ্দিন, জেনারেল ম্যানেজার ওয়াসিম আক্রম ও ক্লাব কর্তা বেলাল আমেদ শনিবার দুপুরে মাস্ক পরে ময়দানের বিভিন্ন ক্লাবে গিয়ে মালিদের হাতে খাদ্যসামগ্রী ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়ে সাহায্য করেন।

করোনায় ময়দানে আটকে মালিরা

করোনায় ময়দানে আটকে মালিরা

করোনা কারণে দেশে আকস্মিক লকডাউনে ময়দানের বিভিন্ন ক্লাবের মাঠ পরিচর্যার দায়িত্বে থাকা মালিরা দেশে ফিরে যেতে পারেনি। ঘর ফিরতে না পারায় ময়াদানেই তারা আটকে রয়েছেন। দেশে ৫০ দিনের ও বেশি সময় ধরে লকডাউন জারি। ২৫ মার্চ থেকে লকডাউন শুরু হয়েছে। এই পরিস্থিতিতে এবার ময়দানের মালিদের সাহায্যের হাত বাড়িয়ে দিল মহামেডান।

মালিদের পাশে ময়দান

মালিদের পাশে ময়দান

এর আগে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে ময়দানের ৪০টি বেশি ক্লাবের মালিদের সাহায্য করা হয়। পরে রাজ্য ফুটবল ফেডারেশন আইএফএ মালিদের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে সাহায্য করে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ও আম্পায়ার অ্যাসোসিয়েশনও করোনা সংকটের দিনে মালিকেদর দুরাবস্থায় কথা ভেবেছে। নিয়মিত ব্যবধানে সাহায্য চালিয়ে যেতে এবার সেই পথেই হাঁটল মহামেডান ক্লাব।

কোন ফুটবলারকে 'রাজা' বলে সম্বোধন করলেন রোহিত শর্মা এবং কেন?কোন ফুটবলারকে 'রাজা' বলে সম্বোধন করলেন রোহিত শর্মা এবং কেন?

English summary
Mohammedan club helps maidan's football groundsman during Corona Lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X