For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৈরি সাদা-কালো, প্রস্তুতি ম্যাচে বড় মহামেডানের

ভাল মতোই চলছে মহামেডান অনুশীলন। বিএসএস স্পোটিং ক্লাবের বিরুদ্ধে প্র্যাক্টিস ম্যাচে ৪-২ গোলে জয় পেল মহামেডান। মহামেডানের হয়ে এই ম্যাচে ভাল ফুটবল খেলেন নতুন আসা বিদেশী স্ট্রাইকার প্রিন্সউইল এমেকা।

Google Oneindia Bengali News

ইস্টবেঙ্গল, মোহনবাগানের মতোই কলকাতা লিগের জন্য তৈরি মহামেডান। দীর্ঘ ৩৭ বছর পর ফের একবার কলকাতা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে কলকাতা লিগে নামতে চলেছে সাদা-কালো শিবির।

তৈরি সাদা-কালো, প্রস্তুতি ম্যাচে বড় মহামেডানের

তার ব্ল্যাক প্যান্থার্স দেখিয়ে দিল কোনও দলের থেকেই পিছিয়ে নেই তারা। বিএসএস স্পোটিং ক্লাবকে প্রস্তুতিতে ম্যাচে ৪-২ গোলে হারিয়ে দিল তারা। মহামেডানের হয়ে এই ম্যাচে গোল পান নয়া বিদেশি প্রিন্সউইল এমেকা। প্রিন্স উইল ছাড়াও জোড়া গোল করেন জুয়েল রাজা এবং একটি গোল সুজিত সোরেনের।

তবে, চারটি গোল করলেও মহামেডান কোচকে চিন্তায় রাখছে তাঁর দলের ডিফেন্স। যেভাবে দ্বিতীয় শ্রেনীর একটা দলের কাছে দু'গোল হজক করল মহামেডান, তা যথেষ্ট শঙ্কার কারণ তৈরি করছে। মহামেডানের ডিফেন্সের এই ফাঁক-ফোকড় যদি লিগের আগে মেরামোত করা সম্ভব না হয়, তা হলে ভবিষ্যতে সমস্যায় পড়তে হতে পারে লাল সরণীর ক্লাবটিকে। আসন্ন কলকাতা লিগে মহামেডানকে খেলতে হবে অপর দুই প্রধান মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের বিপক্ষে। পাশাপাশি ছোট দলগুলিও তৈরি জায়েন্ট কিলার হয়ে ওঠার জন্য। ফলে দল জিতলেও ডিফেন্স কিন্তু চিন্তায় রাখছেন মহামেডান কোচকে।

তৈরি সাদা-কালো, প্রস্তুতি ম্যাচে বড় মহামেডানের

এদিন ম্যাচ শেষে মহামেডানের নতুন কোচ রঘু নন্দী বলেন, 'দলের খেলায় খুশি। তবে, ডিফেন্সে অনেক উন্নতি করতে হবে। আগামীকাল থেকেই ডিফেন্সের ফাঁক-ফোকড়গুলিকে মেরামত করার জন্য বিশেষ অনুশীলন শুরু করব। আশা করি আগামী কলকাতা লিগে হারানো গৌরব ফিরে পাবে মহামেডান স্পোটিং।'

English summary
Mohammedan Sporting Club have defeated BSS Sporting Club 4-2 in a pre-season game at Saltlake Stadium Practice Ground on Saturday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X