For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিকিম গোল্ড কাপ চ্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং, বিস্তারিত জেনে নিন

সিকিম গোল্ড কাপ চ্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং, বিস্তারিত জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

সিকিম গভর্নর গোল্ড কাপে চ্যাম্পিয়ন হয়ে মরশুমের প্রথম ট্রফি ঘরে তুলল মহামেডান স্পোর্টিং। টুর্নামেন্টের ফাইনালে স্থানীয় দল সিকিম হিমালয়ান এফসি-কে ২-১ গোলে হারিয়ে দেয় দীপেন্দু বিশ্বাসের দল।

সিকিম গোল্ড কাপ চ্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং, বিস্তারিত জেনে নিন

সিকিমের পালজোড় স্টেডিয়ামে গভর্নর গোল্ড কাপের ৩৯তম ফাইনাল খারাপ আবহাওয়ার জন্য দেরিতে শুরু হয়। স্থানীয় দলের বিরুদ্ধে ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক মূর্তি নেন সাদা-কালো শিবিরের খেলোয়াড়েরা। ম্যাচের ৪ মিনিটেই গোল দিয়ে মহামেডানকে এগিয়ে দেন ভানলালবিয়া ছাঙতে। প্রথমার্ধে ১ গোলে এগিয়ে থাকে কলকাতার দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধ দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে সিকিম হিমালয়ান এফসি। মহামেডনের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন স্থানীয় দলের খেলোয়াড়েরা। ফল স্বরূপ ৬২ মিনিটে সিকিমের দলের হয়ে গোল শোধ দিয়ে দেন এউগেনে নিমাকো। এরপর দুই দলের আক্রমণ ও প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। ৭৯ মিনিটে মহামেডানের হয়ে জয়সূচক গোলটি দেন সেই ভানলালবিয়া ছাঙতে।

এর আগে এই স্টেডিয়ামে সিকিম হিমালয়ান এফসি-কে কোনও ম্যাচে হারাতে পারেনি মহামেডান স্পোর্টিং। এই ম্যাচে সেই শাপমুক্তি হয়। একই সঙ্গে টিডি হিসেবে মহামেডান স্পোর্টিং-কে প্রথম ট্রফি দিয়ে নিজের দিকে ওঠা সমালোচনা ফিরিয়ে দিলেন দীপেন্দু বিশ্বাস।

English summary
Mohammedan Sporting is the new champion of Sikkim Gold Cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X