For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরকারি ঘোষণা, আই লিগ জয়ী ডিফেন্ডারকে দলে নিল মহামেডান

সরকারি ঘোষণা, আই লিগ জয়ী ডিফেন্ডারকে দলে নিল মহামেডান

  • |
Google Oneindia Bengali News

ইঙ্গিত আগেই ছিল, আসন্ন ফুটবল মরসুমে মহামেডানে খেলতে চলেছেন আই লিগ জয়ী স্টপার কিংসলে। মঙ্গলবার এবার ক্লাবের পক্ষ থেকে সরকারিভাবে তাঁর নাম ঘোষণা করে দেওয়া হল। অতীতে বাংলা ফুটবলে মোহনবাগান ক্লাবে খেলে গিয়েছেন কিংসলে। মোহনবাগানের ডিফেন্স লাইনে ভরসা হয়ে উঠেছিলেন তিনি। ফলে ময়দানের ফুটবলের সঙ্গে মানিয়ে নিতে এই বিদেশির কোনও অসুবিধে হবে না। কলকাতা লিগে কিংসলেকে এবার সাদা কালো জার্সিতে দেখা যেতে চলেছে।

সরকারি ঘোষণা, আই লিগ জয়ী ডিফেন্ডারকে দলে নিল মহামেডান

মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে কিংসলের ক্লাবে যোগ দেওয়ার কথা মহামেডান সরকারিভাবে জানিয়ে দিল। শেষবার ২০১৯-২০ ফুটবল মরসুমে পাঞ্জাব এফসির হয়ে নাইজেরিয়ান ডিফেন্ডার খেলেছেন। এদিন ক্লাবের পক্ষ থেকে কিংসলের হাতে সাদা-কালো জার্সি তুলে দেওয়া হয়েছে।উল্লেখ্য খালিদ জামিলের কোচিংয়ে আইজলের হয়ে কিংসলের আই লিগ জয়ের অভিজ্ঞতা রয়েছে। এদিন জার্সি তুলে দেওয়ার অনুষ্ঠানে ক্লাবের নতুন প্রজন্মের সচিব ওয়াসিম আক্রম থেকে ফুটবল সচিব দিপেন্দু বিশ্বাস ও অনান্য কর্তারা উপস্থিত ছিলেন।

সরকারি ঘোষণা, আই লিগ জয়ী ডিফেন্ডারকে দলে নিল মহামেডান

কিংসলেকে সই করানোর পাশাপাশি ৮ জন ফুটবলারের চুক্তি বাড়াল মহামেডান। প্রিয়ন্ত সিং, তির্থঙ্কর সরকার, হিরা মন্ডল, সুজিত সাধু, সইফুল রহমান, ফিরোজ আলি, সুজয় দত্ত, অরিজিৎ সিংকে আসন্ন মরসুমে চুক্তিতে রাখল সাদা-কালো ব্রিগেড।

ধোনির ভারতীয় দলে অন্তর্ভূক্তির পর কী প্রতিক্রিয়া ছিল 'দাদা' সৌরভেরধোনির ভারতীয় দলে অন্তর্ভূক্তির পর কী প্রতিক্রিয়া ছিল 'দাদা' সৌরভের

English summary
Mohammedan sporting sign kingsley and retain 8 footballers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X