For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডোডোজ আউট, মহামেডানে আসতে চলেছেন নাইজেরীয় গোলমেশিন

ডোডোজকে সই করিয়ে কলকাতা লিগের আগে আক্রমণভাগটা শক্তিশালী করে তুলেছিল মহামেডান স্পোটিং। দীর্ঘ দিনের লিগ খরা কাটাতে ডোডোজই ছিলেন মহামেডান কর্তারা অন্যতম ভরসা।

Google Oneindia Bengali News

ডোডোজকে সই করিয়ে কলকাতা লিগের আগে আক্রমণভাগটা শক্তিশালী করে তুলেছিল মহামেডান স্পোটিং। দীর্ঘ দিনের লিগ খরা কাটাতে ডোডোজই ছিলেন মহামেডান কর্তারা অন্যতম ভরসা।

ডোডোজ আউট, মহামেডানে আসতে চলেছেন নাইজেরীয় গোলমেশিন

তবে, লিগ শুরুর আগেই বড় ধাক্কা খেল মহামেডান স্পোটিং। অনুশীলণে গোড়ালিতে চোট পেয়ে পুরো কলকাতা লিগ থেকেই ছিটকে গেলেন ডোডোজ।

তবে, ডোডোজের পরিবর্ত হিসেবে ইতিমধ্যেই মহামেডানের ফুটবলারদের সঙ্গে অনুশীলণ শুরু করেছেন নাইজেরীয় বিদেশী স্টিফেন হ্যারি। সব ঠিক ঠাক থাকলে ডোডোজের পরিবর্ত হতে চলেছেন স্টিফেন হ্যারি।

কলকাতা ফুটবলে নতুন হলেও ভারতীয় ফুটবলে নতুন নন এই বিদেশী। নাইজেরীয় এই বিদেশী খেলেছেন দিল্লি সুপার লিগ এবং শিলং প্রিমিয়ার লিগে। শিলংয়ের লিগে ১৪ ম্যাচে ১১ গোল করেছেন তিনি।

[আরও পড়ুন:প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল ভারতের বিশ্বকাপাররা][আরও পড়ুন:প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল ভারতের বিশ্বকাপাররা]

শুধু গোলশিকারী ফুটবলার হিসেবেই নয়, হ্যারির আরও একটা বড় সুবিধা হল তাঁর উচ্চতা। ৬ ফুট ৫ ইঞ্চির এই ফুটবলার যে কোনও দলের ডিফেন্ডারদের কাছেই বড় সমস্যা হয়ে উঠতে পারেন।

তবে, এখনও কিছুই চূড়ান্ত নয়। ব্ল্যাক প্যান্থার্স সূত্রে খবর, কোচ রঘু নন্দীর মনে ধরেছে স্টিফেন হ্যারিকে। যদি তিনি কতটা ফিট রয়েছেন তা দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

English summary
Because of injury, Dodoz ruled out from Calcutta Football League. According to they are all set to sign a new foreigner.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X