For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা লিগ ঘরে তুলতে নাইজেরীয় গোলমেশিনকে সই করাল মহামেডান

৩৭ বছরের লিগ খরা কাটাতে চতুর্থ বিদেশি হিসেবে নাইজেরীয় স্ট্রাইকার প্রিন্সউইল এমেকা ওলারিচেকে সই করাল কলকাতার তৃতীয় প্রধান। কলকাতা ময়দানে প্রিন্সউইল নতুন মুখ হলেও ভারতীয় ফুটবলের সঙ্গে পরিচিত তিনি।

Google Oneindia Bengali News

আসন্ন কলকাতা লিগের জন্য বিদেশী কোটা সম্পূর্ণ করে ফেলল মহামেডান স্পোটিং। ৩৭ বছরের লিগ খরা কাটাতে চতুর্থ বিদেশি হিসেবে নাইজেরীয় স্ট্রাইকার প্রিন্সউইল এমেকা ওলারিচেকে সই করাল কলকাতার তৃতীয় প্রধান।

কলকাতা লিগ ঘরে তুলতে নাইজেরীয় গোলমেশিনকে সই করাল মহামেডান

কলকাতা লিগের জন্য সই করানো যাবে চার জন বিদেশী। আর নিজেদের কোটার শেষ বিদেশী হিসেবে একজন স্ট্রাইকারকে সই করিয়ে মহামেডান বুঝিয়ে দিল ব্যর্থতাকে ভুলে নতুন কোচ রঘু নন্দীর কোচিংয়ে তারা তৈরি ফের একবার কলকাতার চ্যাম্পিয়ন হতে।

ইতিমধ্যেই মহামেডানের সই করিয়েছে লিয়ন্স ডোডোজ, বাজি আর্মান্ড এবংব লানসিন টোরেকে।
কলকাতা ফুটবলে নতুন মুখ হলেও ভারতীয় ফুটবলের সঙ্গে পরিচিত প্রিন্সউইল। ২০১৭-১৮ মরসুমে দ্বিতীয় ডিভিশন আই লিগে তিনি খেলেছিলেন ট্রাই এফসির হয়ে। তাঁর গোলকরার দক্ষতা অনেকেরই নজর কেড়েছিল ওই মরসুমে। টাউয়ের হয়ে ১১ ম্যাচে ৭টি গোল করে ছিলেন প্রিন্সউইল।

এই মরসুমেপ শুরু থেকেই বিভিন্ন ক্লাব যোগাযোগ করে এই গোলমেশিনেকর সঙ্গে। কিন্তু কলকাতায় খেলার সুযোগ পাওয়ার কারণেই মহামেডানের তুলনায় ভাল অফার থাকলেও সাদা-কালোর জার্সিতে খেলার সিদ্ধান্ত নেন ওডাফ-মার্টিন্সদের উত্তরসূরি। ট্রাউয়ে খেলার আগে নেরকার হয়েও খেলেছিলেন তিনি।

English summary
Mohammedan Sporting Club have made their fourth and final foreign signing for the forthcoming Calcutta Premier Division. In the forthcoming Calcutta League Princewill Emeka Olariche will play for Black panthers.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X