For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপে অমিল যুবভারতী! এটিকে-মোহনবাগানের বিকল্প মাঠ হবে কোনটি?

বিশ্বকাপে অমিল যুবভারতী! এটিকে-মোহনবাগানের বিকল্প মাঠ হবে কোনটি?

  • |
Google Oneindia Bengali News

ভারতে চলতি বছর মহিলাদের অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপের আসর বসার কথা থাকলেও, করোনা ভাইরাসের জন্য তা পিছিয়ে ২০২১-এ টেনে নিয়ে যাওয়া হয়েছে। কলকাতার যুবভারতীর স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের বেশ কয়েকটি ম্যাচ। সেক্ষেত্রে ওই মাঠে আইএসএলের ম্যাচ আদৌ আর আয়োজন করা সম্ভব কিনা, তা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।

কবে হওয়ার কথা ছিল বিশ্বকাপ

কবে হওয়ার কথা ছিল বিশ্বকাপ

চলতি বছরের ২ নভেম্বর থেকে ভারতে শুরু হওয়ার কথা ছিল মহিলাদের অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ। কলকাতার বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়াম সহ দেশের পাঁচ মাঠে ২১ নভেম্বর পর্যন্ত চলার কথা টুর্নামেন্ট। তবে করোনা ভাইরাসের জেরে সেই টুর্নামেন্ট স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিফা।

কবে হবে বিশ্বকাপ

কবে হবে বিশ্বকাপ

ফিফা-র প্রকাশিত নতুন সূচি অনুযায়ী ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে ভারতেই শুরু হবে মহিলাদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ। চলবে সাত মার্চ পর্যন্ত। আয়োজক ভারত সহ মোট ১৬টি দল এই প্রতিযোগিতায় অংশ নেবে বলে জানিয়েছে ফিফা। কোয়ার্টার ফাইনাল সহ টুর্নামেন্টের সাতটি ম্যাচ কলকাতার যুবভারতী স্টেডিয়ামে হবে। ফাইনাল হবে নভি মুম্বই-তে।

কবে আইএসএল

কবে আইএসএল

এখনও পর্যন্ত যা খবর, চলতি বছরের অক্টোবর কিংবা নভেম্বরে শুরু হতে পারে আইএসএল। যা শেষ হবে ফ্রেব্রুয়ারি কিংবা মার্চে। ফলে মহিলাদের অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইএসএল ম্যাচের কাটাকাটি হওয়ার সম্ভাবনা প্রবল।

অন্য মাঠ

অন্য মাঠ

সূত্রের খবর, এমনটা যে হতে চলেছে, তার আঁচ পেয়ে ইতিমধ্যেই বিকল্প মাঠ খুঁজতে শুরু করেছেন এটিকে-মোহনবাগান কর্তারা। পরিবেশবিদদের কড়া নিষেধাজ্ঞা এড়িয়ে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করা যে সম্ভব নয়, তা বলাই বাহুল্য। সেক্ষেত্রে ১৫ হাজার দর্শকাসন বিশিষ্ট কিশোর ভারতী স্টেডিয়ামে আইএসএলের ম্যাচগুলি অনুষ্ঠিত হতে পারে বলে মনে করা হচ্ছে। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এটিকে-মোহনবাগান কর্তারা যোগাযোগ রাখছেন বলে খবর পাওয়া গিয়েছে।

২০১৭-র অভিজ্ঞতা

২০১৭-র অভিজ্ঞতা

২০১৭ সালে ভারতের অনুষ্ঠিত হয়েছিল পুরুষদের অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ। টুর্নামেন্টের ফাইনাল হয়েছিল কলকাতায়। সেবারও আইএসএলের ম্যাচ যুবভারতীয় স্টেডিয়ামে আয়োজন করা সম্ভব হয়নি। পরিবেশবিদদের নিষেধ সত্ত্বেও রাজ্যের পরিবেশ দফতরের ছাড়পত্রের নিরিখে সেবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে এটিকে-র ম্যাচগুলি আয়োজন করা হয়েছিল।

আইপিএলকে হার মানাল করোনা সংকটের ব্যাট নিলাম!৪০ মিনিটে ২২ লক্ষ দর হাঁকলেন সানি লিওন!আইপিএলকে হার মানাল করোনা সংকটের ব্যাট নিলাম!৪০ মিনিটে ২২ লক্ষ দর হাঁকলেন সানি লিওন!

English summary
Mohun Bagan-ATK will be in deep trouble for the unavailability of Yuva Bharati ground
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X