For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেনবোর বিরুদ্ধে জয় আসলেও, মোহন রক্ষণ নিয়ে উঠে গেল একরাশ প্রশ্ন

কলকাতা লিগে দ্বিতীয় ম্যাচে রেনবোর বিরুদ্ধে কোনও মতে জিততে সক্ষম হল মোহনবাগান।

Google Oneindia Bengali News

কলকাতা লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে কষ্টার্জিত জয় পেল মোহনবাগান। রুদ্ধশ্বাস ম্যাচে রেনবো এফসিকে ৩-২ দুই গোলে হারিয়ে দল বাগান ব্রিগেড।

রেনবোর বিরুদ্ধে জয় আসলেও, মোহন রক্ষণ নিয়ে উঠে গেল একরাশ প্রশ্ন

এদিন জিতলেও প্রথমার্ধের শেষে পিছিয়ে ছিল মোহনবাগান। ম্যাচের ৩৯ মিনিটে অভিজিত সরকারের ফ্রি কিক থেকে এগিয়ে যা রেনবো এফসি।

ভাল দল গড়লেও ম্যাচের প্রথমদিকে প্রবলতর প্রতিপক্ষ মোহনবাগানের বিরুদ্ধে কিছুটা হলেও আত্মবিশ্বাসের দিক দিয়ে পিছিয়ে ছিল রেনবো। কিন্তু অভিজিতের গোলের পর ধীরে ধীরে ম্যাচে নিয়ন্ত্রন নিতে থাকে রেনবো এফসি। প্রথমার্ধ শেষে রেনবোর পক্ষে খেলার ফল ছিল ১-০।

তবে, ম্যাচের দ্বিতীয়ার্ধে খেলা শুরু হতেই ম্যাচে ফেরার চেষ্টা চালাতে থাকে মোহনবাগান। যার ফল হিসেবে ম্যাচের ৪৮ মিনিটে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন ক্যামরুনের তারকা স্ট্রাইকার ডিপান্ডা ডিকা।

গত মরসুমে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই এই মরসুমের যাত্রা শুরু করলেন ক্যামরুনর এই স্ট্রাইকার। মেহতাব হোসেনের নেওয়া ফ্রি কিক থেকে হেডে গোল করে যান ডিকা।

ম্যাচের ৬৭ মিনিটে দ্বিতীয় গোল পেয়ে যায় মোহনবাগান। অভিষেকের নেওয়া শট রেনবোর বিদেশি গডিনের হাতে লেগে জড়িয়ে যায় জালে।

অভিষেকের গোলের পাঁচ মিনিটের মধ্যেই ফের গোল পেয়ে যায় মোহনবাগান। মোহনবাগানকে ম্যাচে দুই গোলের লিড এনে দেন আজহারউদ্দিন মল্লিক।

ম্যাচে ৩-১ গোলে পিছিয়ে পড়লেও লড়াই থেকে সরে আসেনি রেনবো। যার ফল হিসেবে ম্যাচের ৮২ মিনিটে গোল করে রেনবোর হয়ে একটি গোল শোধ করেন জুয়েল সানডে। পেন ওর্জির ফ্রি কিক থেকে হেডে গোল করে যান সানডে। এর পর চেষ্টা করলেও তিন নম্বর গোলটি করতে ব্যর্থ হয় রেনবো। ৩-১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় মোহনবাগান। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন আজহারউদ্দিন মল্লিক।

English summary
Mohun Bagan manages to win their second match against Rainbow FC in Calcutta League.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X