For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আসন্ন মরসুমে কলকাতা লিগে নাও দেখা যেতে মোহনবাগানকে

ডামাডোলের আবহের মধ্যেই জোর জল্পনা মোহনবাগানের কলকাতা লিগ খেলা নিয়ে। হজার হাজার সমর্থককে অবাক করে এই জল্পনা উস্কে দিয়েছেন স্বয়ং মোহনবাগান সচিব অঞ্জন মিত্র।

Google Oneindia Bengali News

ডামাডোলের আবহের মধ্যেই জোর জল্পনা মোহনবাগানের কলকাতা লিগ খেলা নিয়ে। হজার হাজার সমর্থককে অবাক করে এই জল্পনা উস্কে দিয়েছেন স্বয়ং মোহনবাগান সচিব অঞ্জন মিত্র।

আসন্ন মরসুমে কলকাতা লিগ নাও দেখা যেতে মোহনবাগানকে

আগামী মরসুমের দল গঠন করার জন্য পদত্যাগী কর্তা দেবাশিস দত্ত-সৃঞ্জয় বসুদের উপর দায়িত্ব দিয়েছিলেন বাগান সচিব অঞ্জন মিত্র। সেই মতো ২৫ জনের একটি দল তৈরি করে, সেই প্লেয়ারদের তালিকা সচিবের কাছে জমা দেন দেবাশিস-সঞ্জয়রা।

কিন্তু শনিবার মোহনবাগানের ক্লাব সচিব জানিয়ে দিলেন যে ২৫ জন ফুটবলারের সঙ্গে চুক্তি করা হয়েছে, তাঁদের কারোরই চুক্তি চূড়ান্ত নয়।

তিনি জানান, প্রতিটি খেলোয়াড়ের চুক্তিপত্র রিভিউ করা হবে। গত দুই মাসে সেই প্লেয়ারের পারফরম্যান্স এবং ফিটনেস দেখে রিভিউ করা হবে চুক্তিপত্র। পাশাপাশি নজর রাখা হবে ক্লাবের আর্থিক অবস্থা এবং প্লেয়ারের বাজেটের উপর। সেক্ষেত্রে যদি অসুবিধা হয় তাহলে ২০১৮ কলকাতা লিগ নাও খেলতে পারে মোহনবাগান।
তবে, একান্তই যদি মোহনবাগান কলকাতা লিগ খেলে এই পরিস্থিতিতে, সেক্ষেত্রে মোহনবাগানের অনূর্ধ্ব-২৩ দল কলকাতা লিগে প্রতিনিধিত্ব করবে সবুজ-মেরুন জার্সি গায়ে।

এখন দেখার, ঐতিহ্যশালী কলকাতা লিগে, মোহনবাগানকে দেখা যায় কি না মরসুমের প্রথম চ্যাম্পিয়নশিপে।

English summary
Contracts that Mohun Bagan made with 25 footballers for forthcoming session are about to finalise.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X