For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিলিগুড়িই ঠিক করে দিচ্ছে কলকাতা লিগের ঘর, চাঙ্গা মোহন-ইস্ট দু'পক্ষই

শনিবার চূড়ান্ত প্রস্তুতি সারল ইস্টবেঙ্গল ও মোহনবাগান। মরশুমের প্রথম ডার্বির আগে চাঙ্গা দু'দল। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

কলকাতা লিগের খেতাবি লড়াই, তাও স্থির হবে ডার্বিতে। তবে আসর বসেছে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। তবে উত্তরবঙ্গে বন্যার কারণে এবারে প্রচুর সমর্থক পাহাড়ে পৌঁছতে পারেননি। তবে সশরীরে মাঠে না পৌঁছতে পারলেও লক্ষ লক্ষ ইস্ট-মোহন জনতার নজর থাকবে শিলিগুড়িতেই। ডার্বি জিতেই পুজো মোডে ঢুকতে চাইছেন তাঁরা।

ইস্ট অনুশীলন

ইস্ট অনুশীলন

শনিবার কলকাতা লিগের ডার্বির অনুশীলন সেরে নিল খালিদ জামিলের ছেলেরা। এদিন অবশ্য প্রথম পনেরো মিনিটের পর অনুশীলেন ক্যামেরার প্রবেশ বারণ করে দিয়েছিলেন তিনি। তবে মাঠে হাজির ছিলেন সমর্থক এবং সংবাদমাধ্যেমের প্রতিনিধিরা। তবে কোচ খালিদ জামিল চাননি সংবাদ মাধ্যমও থাকুক। আসলে বিপক্ষকে এক ইঞ্চি জমিও ছাড়তে চাননি তিনি।

মোহন অনুশীলন

মোহন অনুশীলন

শনিবার মোহনবাগান অনুশীলনে কড়াকড়ি আরও বেশি জারি ছিল। প্রথম পনেরো মিনিটের পর সংবাদমাধ্যেমর প্রতিনিধিদেরও বার করে দেওয়া হয় মোহন অনুশীলন থেকে।

 ইস্টবেঙ্গলের ড্র

ইস্টবেঙ্গলের ড্র

ইস্টবেঙ্গল যদি ড্র করে তাহলেই টানা আটবার কলকাতা লিগ ঘরে তুলে নেবে তারা। তবে কোচ খালিদ জামিল পরিষ্কারভাবে বলেননি যে তাঁরা রক্ষণাত্মক স্ট্র্যাটেজিতেই খেলবেন। তিনি জানিয়েছেন,'পজিটিভ রেজাল্টই টার্গেট।' পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে 'আর পাঁচটা ম্যাচের মত এটাও একটা শক্ত ম্যাচ। '

মোহনবাগানের জয়

মোহনবাগানের জয়

মোহনবাগানের পক্ষ থেকে শঙ্করলাল চক্রবর্তী দলকে স্পষ্ট বার্তা দিয়েছেন, এই ম্যাচে বাগানের জয় ছাড়া কোনও দ্বিতীয় পথ নেই। এই ম্যাচ জিতলে তবেই সাত বছর পর সবুজমেরুণে কলকাতা লিগ ঢুকবে। তবে দলের প্লেয়ারদের বাড়তি চাপ নিতে মানা করেছেন তিনি।

প্রথম ডার্বি

প্রথম ডার্বি

ইস্টবেঙ্গলের সিরিয়ান বিদেশি আল আমনার প্রথম ডার্বি , মোহনবাগানেরও কামো-ক্রোমাদেরও প্রথম ডার্বি। তাই সকলেই ফুটছেন। শুধু তাই নয় দুই বিদেশি নয়, প্রথম ডার্বি দু দলের এক ঝাঁক খেলোয়াড়ের। মোহনবাগানের শিলটন, কিংশুক, আজহারউদ্দিন ছাড়া বাকি সবাই প্রথম ডার্বি খেলবেন। অন্যদিকে ইস্টবেঙ্গলেও অর্ণব,রফিক প্লাজা, লুইস ব্যারেটো ছাড়া সকলেই ডার্বিতে প্রথম।

কোচ খালিদেরও প্রথম ডার্বি

কোচ খালিদেরও প্রথম ডার্বি

কোচ খালিদ জামিলেরও এটা প্রথম ডার্বি ম্যাচ , তিনি আইজল এফসি কে আই লিগ জিতিয়ে এলেও এই ম্যাচ একদম আলাদা এটা মানছেন। তাঁর কাছে তাই কলকাতা ময়দানের সবচেয়ে বড় এই ম্যাচ অ্যাসিড টেস্ট।

শঙ্করলালের শাপমোচন

শঙ্করলালের শাপমোচন

১৯৯৭ সালে মোহনবাগানের হয়ে ডার্বি ম্যাচ খেলার সময় পায়ে চোট পেয়েছিলেন শঙ্করলাল। তারপরেই শেষ হয়েছিল তাঁর ফুটবলার কেরিয়ার। তাই এই ২০১৭ -র ম্যাচে শাপমোচন করতে চাইছেন তিনি। এই ডার্বি জিতে কোচ হিসেবে নিজেকে কলকাতা ময়দানে প্রমাণ করতে চাইছেন তিনি।

English summary
Mohun Bagan and East Bengal is gearing up for Sunday's Kolkata league derby
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X