For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২২০ কিমি পথ পারি দিয়ে আম্ফান বিধ্বস্ত এলাকায় সাহায্যের হাত বাড়িয়ে দিল মোহনবাগান সমর্থকরা

২২০ কিমি পথ পারি দিয়ে আম্ফান বিধ্বস্ত এলাকায় সাহায্যের হাত বাড়িয়ে দিল মোহনবাগান সমর্থকরা

  • |
Google Oneindia Bengali News

করোনায় একদিকে দেশে ১ লক্ষ ৫০ হাজার আক্রান্তের উদ্বেগ, অন্যদিকে আম্ফানের বিপর্যয় পশ্চিমবঙ্গ। সংকটের এই আঁধারে রাজ্যে ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে সাহায্য করতে ফুটবলদুনিয়ায় তারকারা ও ক্লাবগুলি একে একে সাহায্যের জন্য এগিয়ে আসছেন। এবার ২২০ কিমি পথ পারি দিয়ে আম্ফান বিপর্যয়ে সাহায্যে হাত বাড়িয়ে দিলে মোহনবাগান সমর্থকরা।

আম্ফানে বিশাল ক্ষতি

আম্ফানে বিশাল ক্ষতি

২০ মে আম্ফানে ঝড়ে সুন্দরবন অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছে। পশ্চিমবঙ্গের সর্বত্রই বিস্তর ক্ষতি। তিলোত্তমা কলকাতাও রক্ষে পায়নি। আম্ফানে বিদ্যুতের খুঁটি উড়ে যাওয়ায় কলকাতা শহরের বাসিন্দাদের দিন তিনেক আঁধারে ঘড়ির কাঁটা গুনতে হয়েছে। এবার আম্ফান বিপর্যস্ত সুন্দরবনের জন্য ত্রাণ সংগ্রহ করছেন বাগানের শিল্টন পাল। সেই নিয়ে ফ্যানেদের থেকেও সাহায্য চেয়েছেন তিনি। দ্রুত সুন্দরবনে পৌঁছে সমস্যায় পড়া মানুষদের ত্রাণ দেবেন বলে তিনি জানিয়েছেন।

এবার মোহনবাগান সমর্থকরাও এগিয়ে এলেন

এবার মোহনবাগান সমর্থকরাও এগিয়ে এলেন

পূর্ব বর্ধমান মেরিনার্স গ্রুপের বেশ কিছু ফুটবল সমর্থক অর্থ সংগ্রহ করে করোনা ও আম্ফান জোড়া বিপর্যয়ের মাঝে সুন্দরবন অঞ্চলের ক্ষতিগ্রস্থ মানুষদের পাশে দাঁড়ালেন।

২২০ কিমি পথ পারি দিয়ে আম্ফান ত্রাণ

২২০ কিমি পথ পারি দিয়ে আম্ফান ত্রাণ

সুদূর বর্ধমান থেকে ২২০ কিমি পথ পারি দিয়ে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া প্রতন্ত গ্রামে মোহনবাগান সমর্থকরা পৌঁছে যান। এরপর দিন গড়িয়ে রাত পর্যন্ত আম্ফান বিধ্বংস্ত এলাকাগুলিতে ত্রিপল, রেশন , চিঁড়ে গুড় , মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন আর ব্লিচিং পাউডার ত্রাণ দেওয়া হয়। মধ্যরাতে ফের বর্ধমানে ফিরে এসেছেন ফ্যানেরা। এই কাজে পূর্ব বর্ধমান মেরিনার্স সমর্থকদের ফুডিস ক্লাব ও আরো কয়েকটি সংস্থা সাহায্য করেছে বলে তারা জানিয়েছেন।

সাহায্য করতে চলেছে ইস্টবেঙ্গলও

সাহায্য করতে চলেছে ইস্টবেঙ্গলও

সামাজিক দায়বদ্ধতা থেকেই এর আগে সুন্দরবন অঞ্চলে আয়লার বিপর্যয়ের সময় ইস্টবেঙ্গল সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। এবার একই ভাবে আম্ফান বিপর্যয়ে সাাহায্য করবে বলে সিদ্ধান্ত নিয়েছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে জানা গিয়েছে আম্ফান বিপর্যয়ের জন্য ত্রাণ সংগ্রহে মেট্রো চ্যানেলের সামনে ব্যবস্থা চলেছেন। দুর্গতদের পাশে থাকার জন্যে সোমবার এই নিয়ে এক সভায় লাল-হলুদ ক্লাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলেন, 'ক্লাব সদস্যরা মেট্রো চ্যানেলে ত্রাণ সংগ্রহে নামতে চাইছেন। তারপর আমরা সেই ত্রাণ দুর্গতদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে চলেছি। আম্ফানে রাজ্যে প্রচুর ক্ষয়ক্ষতি। এখন ক্লাবগুলির মানুষের পাশে দাঁড়ানোর সময়।'

করোনা পরবর্তী ফুটবলে মাঠে নামার আগে রোনাল্ডোদের ম্যাচ নিয়ে বিতর্ককরোনা পরবর্তী ফুটবলে মাঠে নামার আগে রোনাল্ডোদের ম্যাচ নিয়ে বিতর্ক

English summary
Mohun bagan fans help needy people in sundarban hit by amphan cyclone
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X