For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোহনবাগান দিবসে কী তবে নির্বাচণী সমীকরণটা ঝালিয়ে নিল মিত্র গোষ্ঠী

মোহনবাগান দিবসের বহু তারকা ফুটবলারকে সম্মানিত করল মোহনবাগান।

Google Oneindia Bengali News

মোহনবাগানে চালু করা হল 'গোল্ড কার্ড'। ১৯৬০ থেকে মোগহনবাগানের অধিনায়কের দায়িত্ব সামলানো তারকাদের হাতে তুলে দেওয়া হল এই গোল্ড কার্ড।

মোহনবাগান দিবসে কী তবে নির্বাচণী সমীকরণটা ঝালিয়ে নিল মিত্র গোষ্ঠী

প্রথম গোল্ড কার্ডটি তুলে দেওয়া হয় মোহনবাগানের ঘরের ছেলে এবং ভারতীয় ফুটবল ইতিহাসের অন্যতম নক্ষত্র চুনী গোস্বামীর হাতে। চুনী গোস্বামী ছাড়া একে একে গোল্ড কার্ড তুলে দেওয়া হয় অরুময়নৈগম, সৈয়দ নঈমুউদ্দি, ভবানী রায়, শ্যাম থাপা, গৌতম সরকার, কৃষ্ণেন্দু রায়, সত্যজিৎ চ্যাটার্জি, সংগ্রমা মুখার্জী, বাইচুং ভুটিয়া, দেবজিৎ ঘোষ সহ অন্যান্য ফুটবলারদের হাতে। মোহনবাগানের এই মরসুমের অধিনায়ক শিল্টন পালের হাতেও তুলে দেওয়া হয় গোল্ড কার্ড।

মোহনবাগানের ঘরের ছেলে এবং ভারতীয় ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা ডিফেন্ডার সুব্রত ভট্টাচার্যের নাম গোল্ড কার্ডের তালিকায় থাকলেও এদিন তিনি আসতে পারেননি। এই মুহূর্তে কলকাতা লিগের জন্য ভবানীপুর দলকে নিয়ে কল্যাণীতে প্রাক মরসুম প্রস্তুতি সারছেন ময়দানের প্রিয় বাবলু দা।

বিদেশীদের মধ্যে এই গোল্ড কার্ডের তালিকায় নাম রয়েছে সবুজ তোতা হোসে রামিরেজ ব্যারেটো, ওডাফা ওনিয়েকা ওকোলির। তবে, উল্লেখযোগ্য ভাবে এই তালিকায় নাম নেই গত মরসুমে মোহনবাগানের অধিনায়কত্বের দায়িত্বে থাকা সনি নর্দের। যদিও গত মরসুমে পুরোটা সনির সার্ভিস পায়নি মোহনবাগান।

এই গোল্ড কার্ডের ফলে বিভিন্ন রকম সুবিধা পাবেন মোহনবাগানের তারকারা। এই কার্ডে মোহনবাগানের খেলা দেখা ছাড়াও বেশ কিছু সুবিধা পাবেন এই তারকারা।

তবে চুনীর হাতে গোল্ড কার্ড তুলে দেওয়ায় নির্বাচণী সমীকরণের গন্ধ পাচ্ছে ময়দানের পোড় খাওয়া মানুষের। এই চুনী গোস্বামীর সদস্য কার্ডই বাতিল করেছিলেন অঞ্জন মিত্র। তবে, কী চুনীর হাতে গোল্ড কার্ড তুলে দিয়ে আসন্ন নির্বাচণের আগে সদস্য সমর্থকদের মধ্যে ভাবমূর্তি ঠিক করার প্রচেষ্টা করছে মিত্র পক্ষ? নাকি পুরনো ফুটবলারদের মন জিতে নয়া অঙ্ক তৈরি করছেন তাঁরা? প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করে দিয়েছে ময়দানে।

এদিন সেরা যুব ফুটবলার হিসেবে সৌরভ দাসকে পুরস্কৃত করে মোহনবাগান। সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হওয়া সুদীপ চ্যাটার্জীর হাতে পুরস্কার তুলে দেন কিংবদন্তি চুনী গোস্বামী।

শিল্টন পালের হাতে বর্ষ সেরা ফুটবলারের পুরস্কার তুলে দেন রাজ্যের মন্ত্রী অরুপ রায়। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভাল পারফর্ম করার জন্য এবং গত মরসুমে আই লিগে ভাল খেলার জন্য বিশেষ পুরস্কার দেওয়া হয় রহিম আলিকে। রহিম কলকাতায় না থাকার কারণে রহিমের হয়ে এই পুরস্কার নেন তাঁর বাবা। এই অনুষ্ঠানে মোহনবাগানের সর্বোচ্চ সম্মান মোহনবাগান রত্নে সম্মানিত করা হয় প্রদীপ চৌধুরির হাতে। তাঁর হাতে মোহনবাগানের তরফ থেকে এক লাখ তুলে দেওযা হয় প্রদীপ চৌধুরির হাতে। এদিন চালু করা হয় ক্লাবের নয়া ওয়েবসাইট।

English summary
Mohun Bagan officials felicities so many great footballers in Mohun Bagan day.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X