For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মতানৈক্য থাকলেও ক্লাবের স্বার্থে হাত মেলালেন অঞ্জন-টুটু

মোহনবাগান ক্লাবের অন্দরের ডামাডোলের কথা আর কারোরই অজানা নয়। ক্লাব রাজনীতির কারণে দীর্ঘদিনের দুই বন্ধু অঞ্জন মিত্র এবং টুটু বসুর মধ্যে কতটা দূরত্ব তৈরি হয়েছে তাও সকলেরই জানা।

Google Oneindia Bengali News

মোহনবাগান ক্লাবের অন্দরের ডামাডোলের কথা কারোরই অজানা নয়। ক্লাব রাজনীতির কারণে দীর্ঘদিনের দুই বন্ধু অঞ্জন মিত্র এবং টুটু বসুর মধ্যে কতটা দূরত্ব তৈরি হয়েছে তাও সকলেরই জানা। সচিব এবং সভাপতি গোষ্ঠীর মধ্যেও ঝামালে তুঙ্গে।

মতানৈক্য থাকলেও ক্লাবের স্বার্থে হাত মেলালেন অঞ্জন-টুটু

তবে, এই পরিস্থিতিতে দাঁড়িয়েও ক্লাবের স্বার্থে টুটু বসুর হাতই পরক্ষ ভাবে ধরতে হল মোহন সচিব অঞ্জন মিত্রকে। ফের একবার কো-স্পনসর হিসেবে টুটু বসুর কোম্পানি 'রিপ্লে'-এর সঙ্গে চুক্তি পুনর্নবীকরণ করলেন বাগান সচিব। ২০১৮-১৯ মরসুমের জন্য এই চুক্তি করা হল।

এই বিষয়ে ক্লাব সচিব অঞ্জন মিত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'সমস্যা থাকলেও আমাদের প্রত্যেকের কাছেই আগে হল মোহনবাগান। এই প্রতিষ্ঠানকে সকলেই আমরা ভালবাসি, সম্মান করি। তাই সবার আগে ক্লাবের ভবিষ্যত। আর এই কারণেই কো-স্পনসর হিসেবে রিপ্লের সঙ্গে চুক্তি করা হল।'

অন্য দিকে, সৃঞ্জয় বসু নতুন চুক্তির বিষয়ে বলতে গিয়ে জানান, মোহনবাগানের পাশে সব সময়ই রিপ্লে ছিল। ক্লাবের তরফ থেকে আসা প্রস্তাব তারা ভালভাবেই গ্রহণ করেছেন। কারণ তাঁরাও চান মোহনবাগানের সঙ্গে যুক্ত থাকতে।

বিশেষজ্ঞ মহলের ধারণা, দূরত্ব থাকা স্বত্ত্বেও নিজেদের মধ্যে ফের চুক্তি করার মধ্যে দিয়ে দুই গোষ্ঠীই সম্ভবত সমঝোতার পথকেই বেছে নিলেন।

English summary
Ripley Company has renewed the Co-sponsorship contract with Mohun Bagan for forthcoming football sesson.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X