কলকাতা ময়দানে শুক্রবারের বিগ রিলিজ। চমকে উঠবেন না। আই লিগের ম্যাচে ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে মাঠে নামছে মোহনবাগান। তাহলে এত বিগ রিলিজ নিয়ে হই -হট্টোগোল কেন। কারণ আর কিছুই নয়, যুবভারতী , রবীন্দ্র সরোবর , কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আই লিগের ম্যাচ হলেও কলকাতা ময়দানে আই লিগের কোনও ম্যাচ হয়নি। শুক্রবার তাই ভারতীয় ফুটবলের ইতিহাসে নতুন পাতা যোগ করতে চলেছে গঙ্গা পাড়ের এই ক্লাব।
মেগা এই ম্যাচ ঘিরে এখন মোহনবাগানে তৎপরতা তুঙ্গে। স্টেডিয়ামের বিভিন্ন প্রান্তে যেরকম কাজ চলছে, ঠিক তেমনি প্রস্তুত করা হচ্ছে বসার গ্যালারিগুলিও। আগামী দিনে এআইএফএফের কাছ থেকে ম্যাচ আয়োজনের ছাড়পত্র পেতে কোনও রকম অসুবিধা যাতে না হয় তারই জন্য কোনও রকম ভুলচুক চাইছে না সবুজমেরুণ কর্তৃপক্ষ। ম্যাচ ভ্যেনু হিসেবে সাফল্য নিয়ে আশাবাদী মোহন সহ সচিব শৃঞ্জয় বসু।
Our ground is getting ready for tomorrow's match.Last minute setting up of things @MohunBagan @ILeagueOfficial pic.twitter.com/M8Zn2JLe9N
— Mariners@Bangalore (@MBbengaluru) December 28, 2017
এদিকে ম্যাচ আয়োজন নিয়ে হুলুস্থূলু হলেও এই ম্যাচে সনি নর্ডিকে দলে পাবেন না সঞ্জয় সেন। ফলে তাঁকে ছাড়াই প্রথম একাদশ সাজাচ্ছেন কোচ। চোট আঘাত দলের অংশ তাই তা মানিয়ে নিয়েই চলতে হবে জানিয়েছেন মোহন কোচ। তবে আগের ম্যাচে যেভাবে আটকে গেছে দল তা নিয়ে সাবধানী দল। তাই এদিনের ম্যাচে পুরোপুরি তিন পয়েন্টের লক্ষ্যেই এগোচ্ছে দল।
অ্যারোজের জুনিয়র ছেলেরা দুরন্ত গতিতে আক্রমণ শানায়। আর সেটা থেকেই সতর্ক থাকতে বলা হয়েছে মোহনবাগানকে। এদিকে অ্যারোজের কোচ মাতোস জানিয়েছেন তাঁরা কোনও ভাবে কম লড়াই করবেন না। তবে মাঠে যাতে সমর্থকরা গন্ডগোল না করেন তার জন্য সবুজমেরুণ সমর্থকদের কাছে আবেদন জানিয়েছেন শিলটন পাল, সনি নর্ডি, সঞ্জয় সেনরা।