For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অবস্থান বদল মোহনবাগানের, আইএসএলে খেলতে ফ্রাঞ্চাইজি ফি নিয়ে নয়া ভাবনা

এ মরশুমে আইএসএলে খেলা হল না মোহনবাগান -ইস্টবেঙ্গলের, এর অন্যতম কারণ দুই হেভিওয়েটই রাজি ছিল না ফ্রাঞ্চাইজি ফি দিয়ে দল নামাতে।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

মোহনবাগানের স্টান্সে কী ১৮০ ডিগ্রি পরিবর্তন হল নাকি। নাহলে এরকম কথা কেন শোনা যাচ্ছে। আই লিগ বনাম আইএসএল দ্বন্দ্ব গোটা মরশুম দেখেছে। অনেক বৈঠক, অনেক চিঠিপত্র হেস্তনেস্ত হয়নি। এবার আবার নাকি শোনা যাচ্ছে আইএসএল খেলতে জোরকদমে উদ্যোগী মোহনবাগান।

অবস্থান বদল মোহনবাগানের, আইএসএলে খেলতে উদ্যোগী তারা

এই মরশুমের শুরু অবধি মোহনবাগান ও ইস্টবেঙ্গল অনড় ছিল কোনওভাবেই ফ্রাঞ্চাইজি ফি দিয়ে আইএসএল খেলবে না তারা। কিন্তু সেই অবস্থানে আর নেই তারা। এখন নাকি ১৫ কোটি টাকার ফ্রাঞ্চাইজি ফি দিয়ে খেলতেও রাজি তারা। সম্প্রতি নিজের কাছের লোকেদের কাছে এমনই ইচছা জানিয়েছেন মোহনবাগানের স্বপনসাধন বসু, বা ময়দানের টুটু দা।

আইলিগ আর আইএসএল এক লিগ হবে না , না দেশে দুটি প্রধান লিগ থাকবে, কী হবে এই নিয়ে গঙ্গা -যমুনা দিয়ে প্রচুর জল বয়ে গেছে। এ মরশুমে মিলিয়ন ডলার এই ফুটবলে ঝাঁপ দিয়েছে জামসেদপুর ও বেঙ্গালুরু। অথচ শুকনো মুখে বসে থাকতে হয়েছে মোহন-ইস্টকে।

এদিকে মোহনবাগান নাকি ১৫ কোটি টাকা ফ্রাঞ্চাইজি ফি -র যে অংশ হবে সেটা দিতে রাজি। পাশাপাশি দল গড়ার জন্য ২৫ কোটি টাকা অবধি খরচ করতেও তৈরি তারা।

তবে এসবের মধ্যে অবশ্য মোহনবাগানের প্রাথমিক লক্ষ্য আই লিগ জয় এমনটা অবশ্য জানিয়েছেন টুটু বসু।

English summary
Mohun bagan is ready to play in ISL by paying franchise fee says source
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X