১ এপ্রিল মোহনবাগানের সুপার কাপে অভিযান শুরু করবে প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্স। তার আগে শুক্রবার ভুবনেশ্বর পৌঁছে গেল সবুজ-মেরুণ দল।
খেতাব বলতে একটাই সিকিম গভর্নর্স গোল্ড কাপ। কলকাতা লিগ অধরা, আই লিগেও গর্বিত তৃতীয়। তাই সুপার কাপ জয়ের স্বপ্নটাকে দলের ফুটবলারদের মধ্যে উসকে দিয়েছেন কোচ শংকরলাল চক্রবর্তী।
সুপারকাপ খেলতে ১৮ জনের দল নিয়ে গেছে মোহনবাগান। কোচ শঙ্করলাল চক্রবর্তী জানিয়েছেন, 'এটা নক-আউট টুর্নামেন্ট, তাই স্ট্র্যাটেজিতে কিছুটা বদল হবে। প্রথমে ঘর গুছিয়ে তারপর আক্রমণে যাব আমরা। চার্চিল ব্রাদার্স কঠিন প্রতিপক্ষ। এই চার্চিল অনেক আলাদা আই লিগের থেকে।'
Can we have some cheers? @Mohun_Bagan are in Bhubaneswar for the #HeroSuperCup How loud will be the #JoyMohunBagan chants in #KalingaStadium ? pic.twitter.com/DVYatjVJgP
— Sports & Youth Dept. (@dsys_odisha) March 30, 2018
আই লিগের সর্বোচ্চ গোলদাতা ডিপান্ডা ডিকাও আশাবাদী এই মোহনবাগান যে কোনো দলকে হারাতে পারে। রেইনার,ওয়াটসন,কিনোয়াকিদের নিয়ে তৈরি দল নিয়ে ভালো কিছু করে দেখাতে বদ্ধপরিকর তারা।