For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুখদেব ইস্যুতে মোহনবাগানে ঝামেলা, প্লেয়ার্স স্টেটাস কমিটিতে মিলতে পারে সমাধান

সুখদেব ইস্যুতে মোহনবাগানে ঝামেলা, প্লেয়ার্স স্টেটাস কমিটিতে মিলতে পারে সমাধান

  • |
Google Oneindia Bengali News

ডিফেন্ডার সুখদেব সিংকে নিয়ে মোহনবাগানে ঝামেলা। পাঞ্জাব তনয়ের সঙ্গে দুই মরসুমের চুক্তি ছিল। যে চুক্তির টাকার বেশিরভাগটাই তিনি না খেলে পেয়েছেন। কিন্তু তারপরও তাঁর সঙ্গে ঝামেলা মিটছে না।

অভিষেক বচ্চন সম্পর্কে

অভিষেক বচ্চন সম্পর্কে

অভিষেক ও রানির সম্পর্কে চিড় ধরার কারণ নিয়ে জানতে চাওয়া হলে রানি জানান, " অভিষেকই এবিষয়ে বলেত পারবেন ভালো। যদি কেউ কাউকে নিজের বিয়েতে আমন্ত্রণ না করেন , তাহলে বোঝাই যায় দুজনের সম্পর্কটা কেমন। সেক্ষেত্রে আমরা বোধ হয় শুধুই ফিল্মের সেট-এর সহ অভিনেতা অভিনেত্রীই ছিলাম।"

বেতন নিয়ে কী সমস্যা

বেতন নিয়ে কী সমস্যা

সুখদেবের দাবি বকেয়ার মাইনের ৮৫ শতাংশ মিটিয়ে দেওয়ার জন্য তিনি ক্লাবকে জানিয়েছেন। এই বকেয়া অর্থের পরিমাণ প্রায় ২৫ লক্ষ টাকার কাছে পৌঁছছে। ক্লাব সেখানে তাঁকে ৭০ শতাংশ দিতে রাজি হয়েছে বলে জানা গিয়েছে।

অভিষেকের সঙ্গে বন্ধুত্বের বিষয়ে

অভিষেকের সঙ্গে বন্ধুত্বের বিষয়ে

এই বিষয়ে রানি সোজাসাপ্টা জানান, "এটা স্পষ্ট যে আমরা সহ অভিনেতা -অভিনেত্রীই শুধুমাত্র, কোনও বন্ধু নই। এমন অনেক কিছু জিনিসই আমাদের মধ্যে হয়েছে, যেটা হয়তো ঠিক হয়নি। অভিষেক এখন অনেক বছরের বিবাহিত জীবন কাটাচ্ছে। আমার কাছে, এখন ওর সাথে কাজ করার সময়ের ভালো স্মৃতিগুলোই রয়ে গিয়েছে।"

কেন ঝামেলা তৈরি হল

কেন ঝামেলা তৈরি হল

যদিও চুক্তি সংক্রান্ত সমস্যায় ফেডারেশনের রোষানলে পরে বেশিরভাগ সময়টাই সুখদেব মোহনবাগান জার্সিতে মাঠে নামতে পারেননি। পরবর্তী সময় চোট পেয়ে আরও অনেকটা সময় তাঁকে মাঠের বাইরে কাটাতে হয়। ফলে ফুটবলারের থেকে বছরভর কোনও সার্ভিস না পাওয়ায় চুক্তির অর্থের কাটছাঁট করতে চায় ক্লাব।

রানি-ঐশ্বর্য সমীকরণ

রানি-ঐশ্বর্য সমীকরণ

রানি ঐশ্বর্য দুজনেই এখন 'মা' হয়ে গিয়েছেন। একসময়ে বলিউডে রানির অন্যতম প্রতিযোগী ছিলেন ঐশ্বর্য। তাঁদের মধ্যে এখনও 'হাই'- 'হ্যালোর' সম্পর্ক রয়েছে বলে জানান রানি। তবে ব্যাস ওই টুকুই।

আগামী মরসুমে আইএসএলে মোহনবাগান

আগামী মরসুমে আইএসএলে মোহনবাগান

এই পরিস্থিতিতে মোহনবাগান আগামী মরসুমে আইএসএলে খেলতে চলেছে। সেখানে সংযুক্ত ক্লাবে মোহনবাগানকে আই লিগ দেওয়া অনেক ফুটবলারই জায়গা হারাতে চলেছেন। আই লিগ দেওয়া কোচ কিবু ভিকুনারও জায়গা হয়নি। এই পরিস্থিতিতে শুধুমাত্র চাপে পড়ে কাজে না আসা ফুটবলার সুখদেবকে বকেয়া অর্থের পুরোটা দিতে নারাজ মোহনবাগান।

রানি-ঐশ্বর্যর সম্পর্কের ইতিহাস

রানি-ঐশ্বর্যর সম্পর্কের ইতিহাস

শাহরুখ খান অভিনীত 'চলতে চলতে' ছবিতে ঐশ্বর্যকে নেওয়ার কথা ছিল প্রথমে। কিন্তু পরে তাঁর জায়গায় রানি মুখোপাধ্যায়কে ছবিতে নেওয়ায়, দুজনের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায়।

প্লেয়ার্স স্টেটাস কমিটিতে মিলতে পারে সমাধান

প্লেয়ার্স স্টেটাস কমিটিতে মিলতে পারে সমাধান

দুই পক্ষের এই নিয়ে আলোচনা হলেও কোনও সমাধানসূত্রে বেরিয়ে আসেনি। সেই কারণে সুখদেব ও মোহনবাগানের ঝামেলা নিয়ে আগামী সপ্তাহে প্লেয়ার্স স্টেটাস কমিটি সিদ্ধান্ত নিতে পারে। সেক্ষেত্রে দুই দক্ষকেই সেই সিদ্ধান্ত মেনে নিতে হবে।

ঐশ্বর্য সম্পর্কে রানি

ঐশ্বর্য সম্পর্কে রানি

ঐশ্বর্য রাই সম্পর্কে রানি মুখোপাধ্যায় জানান, " ঐশ্বর্য আমাদের সময়ের অসামান্য অভিনেত্রী।" পাশাপাশি তিনি বলেন," আমি ছাড়া সে সময়ে ছিলেন প্রীতি জিন্টা ও ঐশ্বর্য রাই। আমি সবচেয়ে বেশি ছবি করেছি প্রীতির সঙ্গে। আমার আর প্রীতির বন্ধুত্বে মিডিয়া চিড় ধরাবার চেষ্টা করলেও তা কাজে দেয়নি। আমাদের পরের দিকে এসেছে করিনাও।"

ভক্তদের ইচ্ছে ছিল রানি-অভিষেকের বিয়ে হোক !

ভক্তদের ইচ্ছে ছিল রানি-অভিষেকের বিয়ে হোক !

ভারতীয় চলচ্চিত্র প্রেমীদের অনেকেই মনে করেছিলেন যে রানি মুখোপাধ্যায় ও অভিষেক বচ্চনের বিয়ে হতে পারে। সেসময়ে ফিল্ম ম্যাগাজিন গুলোতে উঠে আসা একাধিক মশলাদার খবরে মজে যায় তাঁদের ভক্তকূল ।যদিও বাস্তবে তা হয়নি।

ফুটবলে করোনা থাবা, আক্রান্ত মারাদোনার আর্জেন্তিনাকে বিশ্বকাপ দেওয়া কোচ ফুটবলে করোনা থাবা, আক্রান্ত মারাদোনার আর্জেন্তিনাকে বিশ্বকাপ দেওয়া কোচ

English summary
Mohun Bagan vs Sukhdev Singh,Salary dispute case pending in committee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X