For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোহনবাগানের দ্বিতীয় আই লিগ জয়, আজও ট্রফি অধরা ইস্টবেঙ্গলে, কতবার রানার্স লাল-হলুদ!

মোহনবাগানের দ্বিতীয় আই লিগ জয়, আজও ট্রফি অধরা ইস্টবেঙ্গলে, কতবার রানার্স লাল-হলুদ!

  • |
Google Oneindia Bengali News

সবুজ মেরুনে হোলি! আইজলকে কল্যানীতে ১ গোলে হারিয়ে দ্বিতীয় বারের জন্য আই লিগ ট্রফি জিতল মোহনবাগান। জাতীয় লিগ ও আই লিগ ধরলে সব মিলিয়ে মোট পাঁচবার ভারত সেরা হল মেরিনার্স। অন্য দিকে এবার ও আই লিগে ট্রফি অধরাই থেকে গেল ইস্টবেঙ্গলের।

লিগের ইতিহাসের ইস্টবেঙ্গলের পারফর্ম্যান্স

লিগের ইতিহাসের ইস্টবেঙ্গলের পারফর্ম্যান্স

আই লিগের ইতিহাস দেখলে ১৩ মরসুমে একবারের জন্যেও ট্রফি জিততে পারল না ইস্টবেঙ্গল।

আই লিগে ইস্টবেঙ্গল কতবার রানার্স হয়েছে

আই লিগে ইস্টবেঙ্গল কতবার রানার্স হয়েছে

আই লিগ টুর্নামেন্ট ধরলে এই নিয়ে চারবার রানার্স হয়েছে ইস্টবেঙ্গল।

১ পয়েন্টের জন্য ট্রফি হাতছাড়া

১ পয়েন্টের জন্য ট্রফি হাতছাড়া

২০১৮-১৯ ফুটবল মরসুমে ১ পয়েন্টের জন্য আই লিগ হারিয়েছে ইস্টবেঙ্গল। ২০ ম্যাচ শেষে ইস্টবেঙ্গল ৪২ পয়েন্ট পেয়েছিল। সেখানেই ২০ ম্যাচ খেলে চেন্নাই সিটি এফসি ১ পয়েন্ট বেশি অর্থাৎ ৪৩ পয়েন্টে পেয়ে চ্যাম্পিয়ন হয়।

প্রথম কবে আই লিগে রানার্স ইস্টবেঙ্গল

প্রথম কবে আই লিগে রানার্স ইস্টবেঙ্গল

আই লিগের ইতিহাসে প্রথমবার ২০১০-১১ ফুটবল মরসুমে দ্বিতীয়স্থানে শেষ করেছিল ইস্টবেঙ্গল। ২৬ ম্যাচে ইস্টবেঙ্গল ৫১ পয়েন্ট পেয়েছিল। অন্যদিকে ২৬ ম্যাচ থেকে সালগাওকার ৫৬ পয়েন্ট পায়। সেবার সালগাওয়ার চ্যাম্পিয়ন ও ইস্টবেঙ্গল রানার্স হয়েছিল।

দ্বিতীয়বার কবে লিগ রানার্স ইস্টবেঙ্গল

দ্বিতীয়বার কবে লিগ রানার্স ইস্টবেঙ্গল

আই লিগের ইতিহাসে ২০১১-১২ ফুটবল মরসুমে রানার্স হয়েছিল ইস্টবেঙ্গল। সেবার ২৬ ম্যাচ শেষে ইস্টবেঙ্গল ৫১ পয়েন্ট পেয়েছিল। সেখানেই ২৬ ম্যাচ শেষে ডেম্পো ৫৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।

ততৃীয় বার কবে রানার্স ইস্টবেঙ্গল

ততৃীয় বার কবে রানার্স ইস্টবেঙ্গল

তৃতীয় বার ইস্টবেঙ্গল ২০১৩-১৪ ফুটবল মরসুমে রানার্স হয়। ২৪ ম্যাচে ইস্টবেঙ্গল ৪৩ পয়েন্ট পেয়েছিল। অন্যদিকে বেঙ্গালুরু ২৪ ম্যাচ থেকে ৪৭ পয়েন্ট সংগ্রহ করে। বেঙ্গালুরু চ্যাম্পিয়ন ও ইস্টবেঙ্গল রানার্স হয়েছিল।

২০১৮-১৯ মরসুম

২০১৮-১৯ মরসুম

শেষবার ২০১৮-১৯ ফুটবল মরসুমে ২০ ম্যাচ শেষে ইস্টবেঙ্গল ৪২ ও চেন্নাই ৪৩ পয়েন্টে পৌঁছেছিল। ফলে ১ পয়েন্টের জন্য চেন্নাই সিটি চ্যাম্পিয়ন ও ইস্টবেঙ্গল রানার্স হয়েছিল।

English summary
Mohun bagan wins 2nd I legaue, East Bengal Still have No i league, 4 times runnes up
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X