For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোহনবাগানের বিকল্পের খোঁজে ফেডারেশন, ইস্টবেঙ্গল কি আই লিগেই?

মোহনবাগানের বিকল্পের খোঁজে ফেডারেশন, ইস্টবেঙ্গল কি আই লিগেই?

  • |
Google Oneindia Bengali News

আই লিগে মোহনবাগানের বিকল্প খোঁজা শুরু। আসন্ন নতুন মরসুমে এবছর আইএসএলে খেলতে চলেছে মোহনবাগান। এটিকের সঙ্গে গাঁটছড়া বেঁধে এবছর আইএসএল খেলবে ক্লাব। সেকারণে আই লিগের মোহনবাগানের জায়গায় নতুন ক্লাব নেওয়ার জন্য দরপত্র আহ্বান করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

কোন জায়গার দল অগ্রাধিকার পাবে

কোন জায়গার দল অগ্রাধিকার পাবে

ফেডারেশেনের পক্ষ থেকে যে দরপত্র ডাকা হয়েছে, তাতে মোহনবাগানের বদল টিম হিসেবে নয়াদিল্লি, রাঁচি, জয়পুর, যোধপুর, ভোপাল, লখনউ, আমেদাবাদের ক্লাবদের অগ্রাধিকার দেওয়া হবে বিজ্ঞাপনে জানানো হয়েছে।

অনলাইনে কবে দরপত্রে আবেদন করা যাবে

অনলাইনে কবে দরপত্রে আবেদন করা যাবে

১০ জুন থেকে ২০ জুন অনলাইনে এই দরপত্রের আবেদন করা হবে।

কটি নতুন ক্লাব নেওয়া হবে

কটি নতুন ক্লাব নেওয়া হবে

গত বারের আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান পরের মরসুমে এটিকের সঙ্গে গাঁটছড়া বেঁধে আইএসএলে খেলতে চলেছে। অন্যদিকে ইস্টবেঙ্গল আইএসএলে যাবে কি না, তা নিয়ে ঘোর সংশয়। ইস্টবেঙ্গলের আইএসএল খেলা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। সেকরাণেই ফেডারেশনের পক্ষ থেকে কটি নতুন ক্লাব নেওয়া হবে, সেই নিয়ে অবশ্য কিছু জানানো হয়নি।

 কটি টিমের আই লিগ

কটি টিমের আই লিগ

এবছর করোনা ধাক্কায় লিগ শেষ করতে হওয়ায় অবনমন হয়নি। দ্বিতীয় ডিভিশন আই লিগের চ্যাম্পিয়ন ক্লাব আসন্ন মরশুমে আই লিগে খেলবে। একটি নতুন দল নিলে সেক্ষেত্রে আসন্ন মরসুমে আই লিগ ১২ দলের হতে চলেছে।

English summary
Mohun Bagan with atk, East bengal not sure about isl, indian football federation ask for new team bid
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X