For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রিয়াল মাদ্রিদের তুলনা টেনে মোহনবাগানের গৌরব নিয়ে কিবু যা বললেন, গর্বিত হবেন মেরিনার্সরা

রিয়াল মাদ্রিদের তুলনা টেনে মোহনবাগানের গৌরব নিয়ে কিবু যা বললেন, গর্বিত হবেন মেরিনার্সরা

  • |
Google Oneindia Bengali News

স্পেনে ফিরে মোহনবাগানে মজে ক্লাবকে আই লিগ দেওয়া কোচ কিবু ভিকুনা। করোনা উদ্বেগের মাঝে মে মাসের প্রথম সপ্তাহে স্পেনে ফিরে যান কিবু। ময়দানে দুই প্রধানে খেলা স্প্যানিশ ব্রিগেড কলকাতা থেকে এক বাসে দিল্লি ও সেখান থেকে দীর্ঘ বিমানযাত্রা সেরে আমস্টারডাম হয়ে স্পেন ফিরেছিল। দেশে ফিরে মোহনবাগানে মজে রয়েছেন মেরিনার্সের প্রাক্তন কোচ।

মোহনবাগানের সঙ্গে রিয়াল মাদ্রিদের 'সেতু'

মোহনবাগানের সঙ্গে রিয়াল মাদ্রিদের 'সেতু'

পোল্যান্ডের এক ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে মোহনবাগানের সঙ্গে রিয়াল মাদ্রিদের তুলনা করেছেন কিবু ভিকুনা। ভারতীয় ফুটবলে মোহনবাগান শতাব্দী প্রাচীন ক্লাব। ময়দানের এই ক্লাবের বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে। অন্যদিকে স্পেনে সমানভাবে বিখ্যাত রিয়াল মাদ্রিদ। এই ক্লাবটিও শতাব্দী পার করেছে(১১৮ বছর)। মোহনবাগান নিয়ে বলতে গিয়ে স্পেনের রিয়াল মাদ্রিদের সঙ্গে ক্লাবের তুলনা টেনেছেন কিবু ভিকুনা।

মোহনবাগান সমর্থকরা গর্বিত হবেন

মোহনবাগান সমর্থকরা গর্বিত হবেন

সাক্ষাৎকারে কিবু ভিকুনা বলেছেন, 'মোহনবাগানের ১৩০ বছরের ইতিহাস ও গৌরব বিশ্বের সবার জানা। এই ক্লাব অনেকটা স্পেনের বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদের মতো ফুটবল ইতিহাস ও গৌরব বহন করে নিয়ে চলেছে। বিশেষ করে রিয়াল মাদ্রিদের সঙ্গে মোহনবাগানের অনেক মিল রয়েছে'

মোহনবাগানের কোচিংয়ে সুযোগ নিয়ে যা বললেন কিবু

মোহনবাগানের কোচিংয়ে সুযোগ নিয়ে যা বললেন কিবু

গত মরসুমে মোহনবাগান ক্লাবের দায়িত্ব নিয়ে দলকে আই লিগ ট্রফি দিয়েছেন। এই ক্লাবে অফার পাওয়া নিয়ে কিবু বলেন, 'আমার কাছে ক্রোয়েশিয়া, লিথুয়ানিয়া, কুয়েতের ক্লাবের প্রস্তাব এসেছিলেন। তবে ক্রোয়েশিয়ার ক্লাব চুক্তিপত্র পাঠিয়ে দিয়েছিল। তখনই মোহনবাগানের কোচিং করার প্রস্তাব পাই।'

আই লিগ জয়ের কৃতিত্ব নিয়ে কী বললেন কিবু

আই লিগ জয়ের কৃতিত্ব নিয়ে কী বললেন কিবু

মোহনবাগান ক্লাবের আই লিগ জয়ের সাফল্যের কৃতিত্ব একা নিতে নারাজ স্প্যানিশ হেডস্যার। তিনি বলেছেন, 'দলগত সংহতি ও ফুটবলারদের পরিশ্রমই আসল সাফল্যের চাবিকাঠি। চার্চিলের কাছে হারার পর ফুটবলারদের মনোবলে ভেঙে পড়েছিল। সমর্থকরা কিন্তু আমাদের পাশে ছিলেন। ওরাই আমাদের ট্রফি জয়ের আসল নায়ক। মোহনবাগান দলের সংহতিই আমাদের ট্রফি দিয়েছে। '

আসন্ন মরসুমে কোন ক্লাবে কিবু

আসন্ন মরসুমে কোন ক্লাবে কিবু

আসন্ন মরসুমে এটিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে আইএসএলে খেলতে চলেছে মোহনবাগান। ফলে আই লিগ দিলেও আপাতত সংযুক্তির পর নতুন ক্লাবে কিবুর কোচিং করানো হচ্ছে না। তবে এবার তিনি আইএসএলেই কোচিং করাবেন। কেরালা ব্লাস্টার্সের কোচ হয়ে ফিরবেন কিবু। কেরালা দল মোহনবাগানের আই লিগ জয়ী কোচ কিবুকে নিয়োগ করার কথা জানিয়েছে।

সৌরভকেই বিশ্বসেরা অধিনায়ক বাছলেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন নেতাসৌরভকেই বিশ্বসেরা অধিনায়ক বাছলেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন নেতা

English summary
Mohunabgan is like Real madrid says I league winning coach kibu vicuna
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X