For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্পেন থেকে কীভাবে আম্ফান বিপর্যয়ে পশ্চিমবঙ্গের পাশে আই লিগ জয়ী মোহনবাগান কোচের স্ত্রী

আম্ফান বিপর্যয়ে পশ্চিমবঙ্গের জন্য স্পেন থেকে সাহায্য চাইলেন বাগানের আই লিগ জয়ী হেডস্যারের স্ত্রী

  • |
Google Oneindia Bengali News

দেশ জুড়ে করোনা কোভিড ১৯ ভাইরাসের তাণ্ডবের মাঝে দুই রাজ্য আম্ফান বিপর্যয়। বুধবারের আম্ফান ঝড়ে লণ্ডখণ্ড পশ্চিমবঙ্গ। রাজ্যে প্রতিটিতে জেলাতে ঝড়ের তাণ্ডবে ক্ষয়ক্ষতি হয়েছে। পশ্চিমবঙ্গে মৃত্যুর সংখ্যা ৭২। কলকাতায় সংখ্যা ১৯। তিন দশকে এমন ঝড় দেখেনি পশ্চিমবঙ্গ। আম্ফানে শহর কলকাতাতেও প্রচুর ক্ষতি হয়েছে। আর ক্ষতিগ্রস্থ কলকাতার কান্নার ছবি দেখে সুদূর স্পেন থেক সমব্যাথী মোহনবাগানকে আই লিগ দেওয়া কোচ কিবু ভিকুনা।

কলকাতার ক্ষতিতে কিবুর পোস্ট

বুধবার ঝড়ের দাপটে কলকাতাসহ গোটা রাজ্য লণ্ডভণ্ড হয়েছে। স্পেন থেকে সেই খবর পেয়ে টুইটে দুঃখের সময়ে ফ্যানেদের পাশে থাকার বার্তা দিয়েছেন ময়দানের কিবু স্যার। টুইটে পশ্চিমবঙ্গবাসীর সুস্থতা কামনা করে আম্ফান বিপর্যয় মোকাবিলা করে তিলোত্তমা দ্রুত যাতে ছন্দে ফেরে সেই প্রার্থনা করেছেন কিবু।

ছন্দ হারিয়েছে তিলোত্তমা

ছন্দ হারিয়েছে তিলোত্তমা

আম্ফান ধাক্কায় চেনা তিলোত্তমা তার অতিচেনা ছন্দ হারিয়েছে। শহরের আনাচে কানাচে এখন উপড়ে যাওয়া গাছ, বিদ্যুতের খুঁটি ছড়িয়ে। কোথাও দুদিন কোথাও বা তিন দিন পর বিদ্যুৎ পরিষেবা শুরু হয়েছে। এখনও শহরের অনেক এলাকা আঁধাবে ডুবে রয়েছে। আর এই পরিস্থিতিতে মোহনবাগানিদের জন্য মন কাঁদছে কিবুর। শহরে এদিন যখন এই পরিস্থিতি জেলায় জেলায় বিস্তীর্ণ এলাকায় তখন ঝড়ের তাণ্ডবে বাস্তুহারা পরিস্থিতি। ইতিমধ্যে ত্রাণের কাজ শুরু হয়ে গিয়েছে। রাজ্যকে ১০০০ কোটি টাকা সাহায্য করেছে কেন্দ্র।

আম্ফানে তিলোত্তমার পাশে ভিকুনার স্ত্রী

আম্ফান ঝড়ের কারণে ধুঁকছে থাকা পশ্চিমবঙ্গে পাশে থেকে সহমর্মিতা জানিয়েছিলেন কিবু স্যার। মোহনবাগানের ফুটবলার বেইতিয়াও এই পথে হাঁটেন। এবার ভিকুনার স্ত্রী কিয়াসা বেল সোশ্যাল মিডিয়ায় আম্ফানের তাণ্ডবের ছবি পোস্ট করে 'প্রে ফর বেঙ্গল' লিখেছেন।

আম্ফান ত্রাণে মোহনবাগানের আই লিগ জয়ী হেডস্যারের স্ত্রীয়ের সাহায্য

আম্ফান ত্রাণে মোহনবাগানের আই লিগ জয়ী হেডস্যারের স্ত্রী নিজে যেমন সাহায্য করেছেন, ঠিক তেমনি পশ্চিমঙ্গের পাশে থাকার জন্য সুদূর স্পেন থেকে সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে বন্ধুদের থেকেও সাহায্য চেয়েছেন।

অসুস্থ মাকে দেখতে গিয়ে পুলিশের হেনস্থা, অভিযোগ প্রাক্তন জাতীয় ফুটবলারেরঅসুস্থ মাকে দেখতে গিয়ে পুলিশের হেনস্থা, অভিযোগ প্রাক্তন জাতীয় ফুটবলারের

English summary
Mohunbagan's I league winning coach kibu vicuna wife ask to raise relief fund for Cyclone amphan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X