For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এটা রেকর্ডের বিশ্বকাপ! বেলজিয়াম-জাপান ম্যাচে হল আর একটি সর্বকালীন রেকর্ড

২০১৮ রাশিয়া বিশ্বকাপ স্মরণীয় হয়ে থাকবে রেকর্ডের বিশ্বকাপ হিসাবে। বেলজিয়াম বনাম জাপান ম্যাচে সোমবার তৈরি হল আর একটি ফুটবল বিশ্বকাপের রেকর্ড। যা আগের ২০১৪ সালের রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

২০১৮ রাশিয়া বিশ্বকাপ স্মরণীয় হয়ে থাকবে রেকর্ডের বিশ্বকাপ হিসাবে। একটি বিশ্বকাপে একসঙ্গে এত রেকর্ড আগে কোনওদিনও হয়নি। ভিডিও অ্যানালিস্ট রেফারি, চারজন করে খেলোয়াড় পরিবর্তন, সর্বাধিক পেনাল্টি সহ একাধিক রেকর্ড ইতিমধ্যে হয়ে গিয়েছে। সেই তালিকায় যোগ হল আর একটি নতুন রেকর্ড।

বেলজিয়াম-জাপান ম্যাচে হল আর একটি সর্বকালীন রেকর্ড

বেলজিয়াম বনাম জাপান ম্যাচে সোমবার তৈরি হল আর একটি ফুটবল বিশ্বকাপের রেকর্ড। যা আগের ২০১৪ সালের রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে।

এর আগে কোনও বিশ্বকাপে নির্ধারিত ৯০ মিনিটের পর এত বেশি গোল হয়নি যা এবার হয়েছে। এবং সবক্ষেত্রেই দল জিতেছে। ইংল্যান্ড ম্যাচ, জার্মানি ম্যাচ, ব্রাজিল ম্যাচ, বেলজিয়াম ম্যাচ সহ সবকটি ম্যাচ মিলিয়ে ২০১৮ বিশ্বকাপে এখনও পর্যন্ত ৯টি গোল হয়েছে ৯০ মিনিটের পর ইনজুরি টাইমে বা এক্সট্রা টাইমে। সবকটিতেই গোল দেওয়া দল জিতেছে। এটা একটা সর্বকালীন রেকর্ড।

২০১৪ সালে এর আগে সবচেয়ে বেশি ৮টি গোল হয়েছিল। তার আগে ১৯৯০ সালে ৫টি, ২০০৬ সালে ৪টি ও ১৯৭০ সালের বিশ্বকাপেও ৪টি গোল ৯০ মিনিটের পর ইনজুরি টাইমে বা এক্সট্রা টাইমে হয়েছে। যে রেকর্ড ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ভেঙে গিয়েছে।

English summary
Most Game-Winning Goals in 90th Minute or Later at a Single World Cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X