For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইলিগ-এ পাখির চোখ লাল-হলুদের, এবার আসছেন স্প্যানিশ ফুটবলার

আরও এক বিদেশি ফুটবলারকে সই করাল ইস্টেবেঙ্গল ক্লাব। এই সইি-এর কথা প্রেস বিবৃতি দিয়ে ঘোষণা করে দিয়েছে লাল-হলুদের মূল পৃষ্টপোষক কুইজ।

Google Oneindia Bengali News

আরও এক বিদেশি ফুটবলারকে সই করাল ইস্টেবেঙ্গল ক্লাব। এই সই-এর কথা প্রেস বিবৃতি দিয়ে ঘোষণা করে দিয়েছে লাল-হলুদের মূল পৃষ্টপোষক কুইজ। সেখানে পরিস্কার করে জানানো হয়েছে এবার ইস্টবেঙ্গলে যোগ দিতে চলেছেন স্পেনের বোরজা গোমেজ পেরেজ। তিনি বিশ্বকাপার কোস্টারিকান জনি অ্যাকোস্টা জামোরা-র পর ইস্টবেঙ্গলের নয়া বিদেশি। বোরজা-কে ধরে ইস্টবেঙ্গলে এই মুহূর্তে বিদেশি ফুটবলারের সংখ্যা দাঁড়াল পাঁচ।

আইলিগ-এ পাখির চোখ লাল-হলুদের, এবার আসছেন স্প্যানিশ ফুটবলার

কোস্টারিকান বিশ্বকাপার অ্য়াকোস্টার মতোই বোরজা একজন সেন্ট্রাল ডিফেন্ডার। বোরজা আবির্ভাবে লাল-হলুদের রক্ষণ আরও শক্তিশালী হল বলেই মনে করছে পৃষ্টপোষক কুইজ। গত কয়েক বছর ধরেই রক্ষণ নিয়ে ভুগছে ইস্টবেঙ্গল। রক্ষণের জন্য গত কয়েক বছরে বিদেশের বাজারে ঝুঁকে ভালো বিদেশি তুলতে পারেনি তাঁরা। এবার সেখানে এক বিশ্বকাপার সহ স্প্যানিশ লিগে খেলা ফুটবলার-কে নিয়ে ইস্টবেঙ্গল যে চমক তৈরি করেছে তাতে কোনও সন্দেহ নেই।

বোরজার আঁতুরঘর রিয়াল মাদ্রিদের যুব অ্য়াকাডেমি। এখান থেকেই খেলা শিখেছেন মাদ্রিদে জন্ম বোরজা। ২০০৭ সালে পেশাদার ফুটবলে আবির্ভাব তাঁর। স্প্যানিস লিগের সেকেন্ড ডিভিশনে বি-তে এডি অ্য়ালকোরকোন ক্লাবের হয়ে অভিষেক হয়েছিল। এরপর রায়ে ভ্যাল্লেক্য়ানো, গ্রানাডা সিএফ, হার্কুলিস, রিয়্য়াল মার্সিয়া ক্লাবের হয়ে খেলেছেন বোরজা। মাঝে কিছুদিন ইউক্রেনের ফুটবল লিগও খেলে এসেছেন। বর্তমানে ৩০ বছর বয়স বোরজা গোমেজ পেরেজের।

ভালো বিদেশি ডিফেন্ডারের খোঁজে রিয়্য়াল মাদ্রিদের কাস্টিলার কোচ অ্য়ালেজান্দ্রো মেনেন্ডেজ গার্সিয়ার সঙ্গে যোগাযোগ কুইজ ইস্টবেঙ্গল এফসি-র কর্তাদের। বোরজা ২০০৫-০৭ সালে রিয়াল মাদ্রিদের যুব দলে অ্য়ালেজান্দ্রোর অধীনে খেলেছিল। এই অ্যালেজান্দ্রোর মাধ্যমেই বোরজার সঙ্গে এই মরসুমের জন্য চুক্তিবদ্ধ হয়েছে লাল-হলুদ। আইলিগ-কে পাখির চোখ করেই এবার দল সাজানো হচ্ছে। যদিও, ক্যালকাটা ফুটবল লিগে প্রিমিয়ার ডিভিশনে ইস্টবেঙ্গল ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।

English summary
East Bengal has signed new foreigner footballer from Spain. This news is announced by QUEES the main sponsor of East Bengal team.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X