For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসের আবহে আইএসএল শুরু হলে কোন কোন নিয়মে পরিবর্তন?

করোনা ভাইরাসের আবহে আইএসএল শুরু হলে কোন কোন নিয়মে পরিবর্তন?

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের দাপটে দেশে বন্ধ করে রাখা হয়েছে সব ধরনের ক্রীড়া ইভেন্ট। আগামী মরশুমের আইপিএল কবে শুরু হবে কিংবা টুর্নামেন্ট আদৌ হবে কিনা, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না ভারতীয় ফুটবল ফেডারেশন বা এআইএফএফ। তবে টুর্নামেন্ট হবে বলেই আশা ফুটবলপ্রেমীদের। সেক্ষেত্রে আইএসএলের কোন কোন নিয়মে পরিবর্তন আনা হতে পারে, তা এক নজরে দেখে নেওয়া যাক।

বিদেশি ফুটবলার

বিদেশি ফুটবলার

পরামর্শ দিয়েছিলেন ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাক। তাঁকে সম্মান জানিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশনের নিয়ম মানতে রাজি হয়েছে ভারতীয় ফুটবল সংস্থা বা এআইএফএফ, আইএসএল কমিটি এবং দলগুলি। জানিয়ে দিয়েছে, আগামী মরশুমের জন্য নূন্যতম পাঁচ এবং সর্বাধিক সাত জন বিদেশিকে সই করাতে তারা রাজি। বিদেশিদের মধ্যে এশীয় কোটার এক ফুটবলার দলে রাখা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। দুই জন অনূর্ধ্ব ১৯ ফুটবলারকেও বাধ্যতামূলকভাবে দলে রাখা হবে বলে জানানো হয়েছে।

বেতনে খরচ

বেতনে খরচ

এশিয়ান ফুটবল কনফেডারেশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, গত মরশুমের মতো এবারও ফুটবলারদের বেতন বাবদ ১৬.৫ কোটি টাকার বেশি খরচ করতে পারবে না আইএসএল খেলা ক্লাবগুলি। তবে বিদেশি বা মার্কি ফুটবলারদের বেতন এই নিয়মের বাইরে রাখা হয়েছে।

ফুটবলারদের সই

ফুটবলারদের সই

ফিফা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের নতুন নিয়ম অনুযায়ী আগামী মরশুমের জন্য ২৫-এর পরিবর্তে সর্বাধিক ৩৫ জন ফুটবলারকে সই করাতে পারবে ক্লাবগুলি। দেশীয় ফুটবলারদের প্রাধান্য দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

দর্শকশূন্য স্টেডিয়াম

দর্শকশূন্য স্টেডিয়াম

করোনা ভাইরাসের জেরে জারি থাকা লকডাউন পরবর্তী পরিস্থিতি আইএসএল শুরু হলে, ম্যাচগুলি দর্শকশূন্য স্টেডিয়ামে হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের স্বাস্থ্য বিধি মেনে প্রয়োজনে খেলার নিয়মে কিছু পরিবর্তন আনা হতে পারে বলেও খবর।

English summary
New rules of ISL 2020 if it start after post coronavirus lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X