For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোনাল্ডোর জুভেন্তাসে আসা নিয়ে কী বললেন নেইমার, জেনে নিন

ক্রিস্টিয়ানো রোনাল্ডোর আগমনে ফের পুরনো ঐতিহ্য ফিরে পাবে ইতালির ফুটবল মত নেইমারের।

Google Oneindia Bengali News

দীর্ঘ নয় বছরের সম্পর্কে ইতি টেনে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে যোগ দিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ১০৫ মিলিয়ান ইউরো ট্রান্সফার ফি চুক্তির পর এখন জুভেন্তাসের ফুটবলার সিআর সেভেন। লা লিগার পরিবর্তে সিরি 'এ'-তে খেলতে দেখা যাবে রোনাল্ডোকে।

রোনাল্ডোর জুভেন্তাসে আসা নিয়ে কী বললেন নেইমার, জেনে নিন

রোনাল্ডোর এই ক্লাব বদল নিয়ে উচ্ছ্বসিত এক সময়ে লা লিগায় বার্সেলোনার জার্সিতে রোনাল্ডোর বিপক্ষে খেলা ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার।

নেইমারের মতে রোনাল্ডোর ইতালিতে খেলতে আসা বড় মাইলেজ দেবে জুভেন্তাসকে এবং সিরি 'এ'-কে। তিনি বলেন, 'রোনাল্ডোর জুভেন্তাসে আসা ইতালীয় ফুটবলের পক্ষে খুব ভাল বিষয়। আশা করি পুরনো ঐতিহ্য ফিরে পারে ইতালির ফুটবল। ছোট বেলায় যে রকম ফুটবল আমরা দেখে ছিলাম আশা করি সেই ফুটবল ফের দেখতে পাব ইতালিতে।'

নেইমার যখন ছোট ছিলেন সেই সময় ফুটবল সার্কিট দাপাচ্ছে নেপোলি, জুভেন্টাস, এসি মিলান, ইন্টার মিলান। এই ক্লাবগুলিকেই সেই সময়ে ইউরোপের সেরা দল বলা হত।

রোনাল্ডোর ফুটবল দক্ষতার প্রতি সম্মান জানিয়ে নেইমার আরও বলেন, 'রোনাল্ডো এক জন জিনিয়াস ফুটবলার। আমি ওঁকে শ্রদ্ধা করি। ও জুভেন্তাসে আসার যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে আমি খুশি। ওঁকে শুভেচ্ছা জানাই ওর নতুন ইনিংসের জন্য এবং জুভেন্তাসের হয়ে ভাল খেলুক এই চাই। তবে, সেটা পিএসজি-এর বিরদ্ধো কোনও ভাবেই নয়।'

English summary
Naymar thinks Italian football will improve again after cristiano ronaldo’s inclusion.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X