For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্রাজিল দলে গুরুত্ব বাড়ল নেইমারের, নয়া দায়িত্ব পেয়ে কী বলছেন এই তারকা ফুটবলার

নেইমারকে ব্রাজিলের স্থায়ী অধিনায়ক ঘোষণা করলেন প্রধান কোচ তিতে।

Google Oneindia Bengali News

বিশ্বকাপের সময় ব্রাজিল ফুটবল দলে কোনও স্থায়ী নেতা ছিল না। একেক ম্যাচে একেকজন ফুটবলার দলের অধিনায়কত্ব করতেন। কিন্তু সেই রোটেশন পদ্ভতির রাস্তা থেকে সরে এলেন ব্রাজিলের কোচ তিতে। শুক্রবার নিউ জার্সিতে ইউএসএর বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ থেকেই নেইমার জুনিয়রকে দলের স্থায়ী ক্যাপ্টেন বেছে নিলেন তিতে।

ব্রাজিল দলে গুরুত্ব বাড়ল নেইমারের, নয়া দায়িত্ব পেয়ে কী বলছেন এই তারকা ফুবলার

নিউ জার্সিতে সাংবাদিক সম্মেলনে নেইমারের হাতে ক্যাপ্টেনের আর্মব্যান্ড তুলে দেন তিতে। এর আগে ব্রাজিলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন নেইমার। তাহলে ফের সেই দায়িত্ব নিতে সম্মত হলেন কেন? নেইমার জানিয়েছেন, আগের বারের পর তিনি অনেক কিছু শিখেছেন। অধিনায়ক হিসেবে আরও অনেক কিছু শেখার আশা রাখেন। তাছাড়া তিনি জানান, 'অধিনায়কত্বের দায়িত্ব আমার জন্য ভালই হবে।'

রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে বিদায় নিয়েছিল ব্রাজিল। সেই সময়ে তাঁর প্রচুর সমালোচনাও হয়। নেইমার জানান, ১১ বারের মধ্যে ১০ বারই তিনি গোল করা চেষ্টা করেন। কিন্তু তাঁকে বারবার ফাউল করে আটকানো হয়েছে। তবে বিশ্বকাপ থেকে তিনি শিক্ষা নিয়েছেন ফাউল ফুটবলেরই অংশ। সেটা মাথায় রেখেই খেলতে হবে।

তিনি জানান, অধিনায়ক হওয়ায় তাঁর দায়িত্ব অনেক বেড়ে গেল। কিন্তু তিনি জানেন ভাল খেলতে না পারলে এসবের কোনও মূল্য থাকবে না। সমালোচকদেরও ভাল খেলেই জবাব দেবেন বলে জানিয়েছেন এই ব্রাজিলিয় তারকা। তবে সমর্থকদের কাছে বিশ্বকাপের ব্যর্থতার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন নেইমার।

English summary
Head Coach Tite has declared Neymar as the permanent captain of Brazil. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X