For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পরিবারের চেয়েও বড় দেশ', প্রমাণ করলেন মিকেল, তাঁর কাহিনি জানলে গর্ব হবে আপনারও

নাইজেরিয়ার অধিনায়ক জন ওবি মিকেল যা করলেন তাতে স্যালুট জানানো ছাড়া আর কোনও পথ খোলা থাকে না।

  • |
Google Oneindia Bengali News

আর্জেন্তিনার বিরুদ্ধে ১-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে নাইজেরিয়াকে। তবে তার মধ্যেও দলের অধিনায়ক জন ওবি মিকেল যা করলেন তাতে স্যালুট জানানো ছাড়া আর কোনও পথ খোলা থাকে না। পরিবারের দুঃসময়েও সেকথা মাথায় না রেখে দেশের হয়ে ফুটবল মাঠে প্রাণপাত করলেন তিনি।

 পরিবারের চেয়েও বড় দেশ, প্রমাণ করলেন মিকেল

জন ওবি মিকেলের কাছে তাঁর বাবার অপহরণের খবর এসে পৌঁছেছিল। তা সত্ত্বেও তিনি কাউকে কিছু না জানিয়ে ম্যাচ খেলেন। কারণ অপহরণকারীরা হুমকি দিয়েছিল, এই খবর প্রকাশ করলে তাঁর বাবাকে গুলি করে মারা হবে।

জানা গিয়েছে, আর্জেন্তিনার বিরুদ্ধে ম্যাচ শুরুর চার ঘণ্টা আগে মিকেলের মোবাইলে ফোন আসে। তাঁর বাবা পা মাইকেল ওবি-র অপহরণের খবর জানানো হয়। সঙ্গে ২৮ হাজার মার্কিন ডলার দাবি করা হয়। তা সত্ত্বেও যেভাবে দেশের কথা ভেবে অধিনায়ক মিকেল মাঠে নেমে খেললেন তার জুড়ি মেলা ভার।

পরে মিকেল জানিয়েছেন, আমি বিভ্রান্ত ছিলাম। কি করব বুঝতে পারছিলাম না। তবে জানতাম ১৮ কোটি নাইজেরীয়কে হতাশ করা ঠিক হবে না। তাই হাজার কিছু ভেবেও দেশের হয়ে খেলতে মাঠে নেমে পড়ি। একথা কাউকে জানাতে চাইনি কারণ তাহলে অন্যদের ম্যাচে মনসংযোগ করতে অসুবিধা হতো।

প্রসঙ্গত, মিকেলের বাবা মাইকেলকে আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। একটি শোকসভা থেকে ফেরার সময় তাঁকে অপহরণ করা হয়। পরে পুলিশ গুলির লড়াই চালিয়ে ওবি মাইকেলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

English summary
Nigeria's captain John Obi Mikel played against Argentina despite knowing that his father is kidnapped
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X