For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আর্জেন্তাইন কোনও কোচই জয়ের মুখে দেখেননি! এই দুর্ভাগ্যই কি তাড়া করল মেসিদের

এখনও আর্জেন্তিনার একজন কোচও জয়ের মুখ দেখেননি রাশিয়া বিশ্বকাপে। পাঁচ জনের মধ্যে চারজনই ব্যর্থ হয়েছেন। বাকি রয়েছেন কেবল একজন। তিনি কি পারবেন এই দুর্নাম ঘুচাতে।

Google Oneindia Bengali News

এখনও আর্জেন্তিনার একজন কোচও জয়ের মুখ দেখেননি রাশিয়া বিশ্বকাপে। পাঁচ জনের মধ্যে চারজনই ব্যর্থ হয়েছেন। বাকি রয়েছেন কেবল একজন। তিনি কি পারবেন এই দুর্নাম ঘুচাতে। মেসিদের ব্যর্থতা নিয়ে কাটাছেঁড়া করতে গিয়েই সামনে এসেছে এই তথ্য। সবাই এখন আঙুল তুলছে, তবে কি আর্জেন্টাইন কোচদের দুর্দশার সঙ্গেই জড়িয়ে গেল মেসিদের বিজয়-ভাগ্য!

আর্জেন্তাইন কোনও কোচই জয়ের মুখে দেখেননি! এই দুর্ভাগ্যই কি তাড়া করল মেসিদের

এবার বিশ্বকাপে মোট পাঁচজন কোচ রয়েছেন। তাঁদের মধ্যে আর্জেন্তিনার কোচ জর্জ সাম্পাওলি তো আছেনই। অন্য চার দেশের কোচও আর্জেন্তিনীয়। তাঁরা হলেন, সৌদি আরবের আন্তোনিও পিজ্জি, মিশরের হেক্টর রাউল কুপার, পেরুর রিকার্ডো গারেসা ও কলম্বিয়ার জোস পেকারম্যান। এদের মধ্যে প্রথম চারজনই হার বা ড্রয়ের সম্মুখীন হয়েছেন। এখন এই দুর্নাম ঘোচানোর দায়ভার কলম্বিয়ার কোচ পেকারম্যানের উপরই বর্তিয়েছে। তাঁর দল মঙ্গলবার নামছে বিশ্বকাপ অভিযানে।

একবার চোখ ফেরালেই দেখা যাবে, রাশিয়া বিশ্বকাপের আসরে আর্জেন্তিনা কোচদের এই দুর্দশার কথা। সাম্পাওলির কোচিংয়ে আর্জেন্তিনা প্রথম ম্যাচে নবাগত আইসল্যান্ডের সঙ্গে ড্র করেছে। আর পেরু, মিশর ও সৌদি আরব হার মেনেছে। এই তিন দেশেরই দায়িত্বে তিন আর্জেন্তিনার কোচ।

আর এক আর্জেন্তিনীয় পেকেরম্যানের কলম্বিয়া জাপানের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে। এখন দেখার তিনি বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় আনতে পারেন কি না।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সৌদি আরব বিধ্বস্ত হয়েছে রাশিয়ার কাছে। ০-৫ গোলে হারের জ্বালা রয়েছে পিজ্জির। আর রিকার্ডো গারেসার পেরু ০-২ গোলে হেরেছে ক্রোয়েশিয়ার কাছে। আর কুপারের মিশর দারুন খেলেও শেষ মুহূর্তের গোলে উরুগুয়ের কাছে হেরেছে। সেদিক দিয়ে দেখতে গেলে সাম্পাওলিকে অন্তত হারের মুখ দেখতে হয়নি, অন্য তিনজনের মতো। আর্জেন্তিনা কোচদের মধ্যে তিনিই একমাত্র, যাঁর দল ড্র করেছে।

এখন দেখার পেকারম্যান কী করেন। উল্লেখ্য, এই পেকারম্যানই ২০০৬ সালে বিশ্বকাপে আর্জেন্তিনার কোচ ছিলেন। তিনি বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে মেসিকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রেখেছিলেন। এরপর বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে সমালোচিতও হয়েছিলেন তিনি।

English summary
No Argentine coach gets victory in their first match of Fifa World cup 2018. Only Pekarman’s Colombia plays on Tuesday their first match,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X