For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বপ্ন অধরাই রয়ে গেল ইস্টবেঙ্গলের, ইতিহাস গড়ে আই লিগ চ্যাম্পিয়ন চেন্নাই সিটি

স্বপ্ন অধরাই রয়ে গেল ইস্টবেঙ্গলের। শেষ ম্যাচে গোকুলামের বিরুদ্ধে জিতেও শিকে ছিঁড়ল না। জেতা হল আই লিগ। চেন্নাইয়ের জয়ে সব স্বপ্ন এক লহমায় চুরমার হয়ে লাল-হলুদ সমর্থকদের।

Google Oneindia Bengali News

স্বপ্ন অধরাই রয়ে গেল ইস্টবেঙ্গলের। শেষ ম্যাচে গোকুলামের বিরুদ্ধে জিতেও শিকে ছিঁড়ল না। জেতা হল আই লিগ। চেন্নাইয়ের জয়ে সব স্বপ্ন এক লহমায় চুরমার হয়ে লাল-হলুদ সমর্থকদের। চেন্নাইয়ে ইতিহাস গড়ে আই লিগ চ্যাম্পিয়ন হল চেন্নাই সিটি। মিনার্ভাকে ৩-১ গোল উড়িয়ে দিয়ে আবির্ভাবেই কিস্তিমাত করে দিল দক্ষিণের এই ক্লাব।

স্বপ্ন অধরা ইস্টবেঙ্গলের, আই লিগ চ্যাম্পিয়ন চেন্নাই সিটি

১৫ বছর আগে জাতীয় লিগ খেতাব জিতেছিল ইস্টবেঙ্গল। তারপর এবার প্রথমবার আই লিগ জেতার সুযোগ চলে আসে ইস্টবেঙ্গলের কাছে। তবে নিজেদের ম্যাচ জিতেও চেন্নাই-মিনার্ভা ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হত লাল-হলুদ শিবিরকে। আশঙ্কাই সত্যি হল। শেষ ম্যাচে গোকুলামকে ২-১ গোলে হারিয়েও আই লিগ অধরাই থেকে গেল।

চেন্নাই ঘরের মাঠে মিনার্ভা পাঞ্জাবকে হারিয়ে দিল ৩-১ গোলে। চেন্নাই ও ইস্টবেঙ্গল- দুই দলই পিছিয়ে পড়েছিল। তারপর ম্যাচে ফিরে আসে। দুই দলকেই ম্যাচে ফিরিয়ে দেয় পেনাল্টি গোল। শেষপর্যন্ত উভয়েই নিজেদের নিজেদের ম্যাচ জিতে যাওয়ায়, ইস্টবেঙ্গলের কপাল খুলল না। অথচ এদিন চেন্নাই তিন মিনিটেই পিছিয়ে পড়েছিল। প্রথমার্ধে পিছিয়ে ছিল চেন্নাই। ইস্টবেঙ্গল-গোকুলাম তখন ০-০। তখন মনে হচ্ছিল অন্যরকম হতে চলেছে ম্যাচের ফল। কিন্তু দ্বিতীয়ার্ধে পুরো ঘুরে গেল ম্যাচের ফল। লিগের রং হয়ে গেল কমলা।

এরপর ইস্টবেঙ্গল পিছিয়ে পড়তে লাল-হলুদ সমর্থকদের যাবতীয় আশায় জল পড়ে যায় ম্যাচের ৭০ মিনিটে। তারপর অবশ্য খেলায় ফিরে আসে। পর পর দু-গোল করে ম্যাতও জেতে লাল-হলুদ ব্রিগেড। কিন্তু অন্যদিকে চেন্নাইও যে দাপটে হারিয়ে দিয়েছে মিনার্ভাকে। তাই সব আশার জলাঞ্জলি দিয়ে রানার্সেই তৃপ্ত থাকতে হল ইস্টবেঙ্গলকে।

English summary
Chennai City is winners of I League 2019. East Bengal's dream is ended due to winning of Chennai City against Minerva.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X