For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাশিয়া বিশ্বকাপে এই মুহূর্তে খেলা কোনও খেলোয়াড় বিশ্বকাপ জয়ী দলের সদস্য নন, দেখুন পরিসংখ্যান

বিশ্বকাপে টিকে থাকা দলগুলির কোনও খেলোয়াড়ই এমন নেই যাদের বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা রয়েছে।

  • |
Google Oneindia Bengali News

এবারের ফিফা বিশ্বকাপে একেরপর এক অঘটন ঘটেছে। শুরু আগেই ইতালি, হল্যান্ডের মতো দল যোগ্যতা অর্জন করতে পারেনি। তারপর টুর্নামেন্টের শুরু থেকেই একে একে জার্মানি, আর্জেন্তিনা, স্পেন, পর্তুগালের পর বড় দল বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নিয়েছে।

বিশ্বকাপে এই মুহূর্তে খেলা কোনও খেলোয়াড় বিশ্বজয়ী হননি

বড় দলগুলির মধ্যে টিকে রয়েছে ফ্রান্স, উরুগুয়ে, ব্রাজিল, ইংল্যান্ড। যাঁরা অন্তত একবার করে বিশ্বকাপ জিতেছে। তবে ঘটনা হল, এই দলগুলির কোনও খেলোয়াড়ই এমন নেই যাদের বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা রয়েছে। তা বাদে যে দলগুলি রয়েছে তারা বিশ্বকাপই জেতেনি একবারও।

শেষে টিকে ছিলেন আন্দ্রে ইনিয়েস্তা, সের্গিও রামোস, জেরার্ড পিকে-রা। তবে স্পেন বিদায়ের সঙ্গে সঙ্গে বিশ্বকাপ জয়ী খেলোয়াড়ের দলও বিদায় নিয়েছে।

ব্রাজিল শেষবার ২০০২ সালে বিশ্বকাপ জেতে। সেই দলের এখন কেউ নেই। ২০০৬ সালে জেতা ইতালি এবারের বিশ্বকারপেই যোগ্যতা অর্জন করতে পারেনি। ২০১০ সালে জেতা স্পেন বিদায় নিয়েছে। ২০১৪ সালে জেতা জার্মানিও গ্রুপ স্টেজে বিশ্বকাপকে বিদায় জানিয়েছে। ফলে এবার যে দলই জিতুক না কেন, সেই দলের খেলোয়াড়রাই প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পাবেন।

English summary
None of the players remaining in Russia have ever lifted the Fifa World Cup before
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X