For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোনাল্ডো মিস, তাই বুড়ো ইব্রাতেই ভরসা দেখাল ম্যান ইউ

চোটের জন্য লম্বা সময় ছিটকে গিয়েছিলেন ইব্রাহিমোভিচ। ফের একবার রেড ডেভিলসের জার্সি গায়ে মাঠ কাঁপাতে তৈরি ইব্রা

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

ফের জ্লাটন জাদু দেখার অপেক্ষায় ম্যানচেস্টার ইউনাইটেড জনতারা। ৩৫ বছরের সুইডিশ তারকা গত মরশুমে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছিলেন। এবারও তাঁর কাছে সুযোগ নিজেকে প্রমাণ করার। বুড়ো হয়ে যে আরও পরিণত হচ্ছেন তাই প্রমাণের লক্ষ্যে ফের একবার ইপিএলের হেভিওয়েট ক্লাবে ইব্রা।

ফের ম্যান ইউয়ে ইব্রা

গত মরশুম ৪৬ টি ম্যাচে ২৮ টা গোল করেছিলেন ইব্রাহিমোভিচ। তারপর হাঁটুর চোটের কারণে বাকি মরশুমে আর মাঠে নামা হয়নি এই তারকা স্ট্রাইকারের। ১৯৯৯ সালে ক্লাব ফুটবলে কেরিয়ার শুরু করা ইব্রা চারটি আলাদা আলাদা লিগ খেতাব জয়ের কৃতিত্ব অর্জন করেছেন।

হোস মরিনহোও উচ্ছ্বসিত ফের একবার ইব্রা-র মত পজিটিভ স্ট্রাইকারকে নিজেদের দলে পেয়ে। তিনি বলেছেন, ' ইব্রা চোট সারিয়ে ফিট হয়ে উঠছে। ওঁর অভিজ্ঞতা ও উচ্চাকাঙ্খা ফের আমাদের দলে পেয়ে আমরা দারুণ খুশি। গত মরশুম ও আমাদের জন্য যা করেছে তাতে এবার ওঁর এপর আস্থা রেখে সঠিক করেছেন ক্লাব কর্তৃপক্ষ। আমার বিশ্বাস গতবারের মত এবারও ও দলের জার্সি গায়ে আমাদের দারুণ কাজে লাগবে।'

এদিকে আত্মপ্রত্যেয়র সুর ঝরে পড়েছে ইব্রার গলা থেকেও। তিনি বলেছেন, ' আমি যেটা শুরু করেছিলাম সেটা শেষ করতে ফিরে এসেছি।আমি সবসময়েই চেয়েছিলাম ম্যান ইউতে থাকতে। ক্লাবকর্কৃপক্ষও আমায় সেই সুযোগটা দিয়েছেন। '

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">I UNITED it <a href="https://twitter.com/ManUtd">@ManUtd</a> <a href="https://t.co/2rgvuvoT0m">pic.twitter.com/2rgvuvoT0m</a></p>— Zlatan Ibrahimović (@Ibra_official) <a href="https://twitter.com/Ibra_official/status/900706809027100677">August 24, 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

এদিকে এই মরশুমের শুরুতে বিভিন্ন পজিটিভ স্ট্রাইকার দলে আনার জন্য় মরিয়া চেষ্টা করেছিলেন হোসে মরিনহো। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে রিয়াল মাদ্রিদ থেকে নিয়ে আসার জন্যও কম কাঠখড় পোয়য়নি ক্লাব, কিন্তু লাভের লাভ হয়নি। তাই শেষ বেলায় 'বুড়ো' ইব্রাকে বাজি করেই ইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগে বাজি করতে চলেছেন মরিনহো।

English summary
One more year in manchester united for zlatan ibrahimovic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X