For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জুভেন্তাসকে জোর টক্কর দিতে মেসিকে পেতে ঝাঁপাল ইন্টার মিলান

বেশি দিন হয়নি জুভেন্তাসের হয়ে সই করেছেন রোনাল্ডো। শোনা যাচ্ছে, রোনাল্ডোর পর এবার লিওনেল মেসির ঠিকানও হতে চলেছে ইতালি। অন্তত এমনটাই খবর ইতালির বিখ্যাত পত্রিকা তুতোস্পোর্টে।

Google Oneindia Bengali News

রিয়াল মাদ্রিদ থেকে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে নিয়ে এসে চমক লাগিয়ে দিয়েছে সিরি আ-এর ক্লাব জুভেন্তাস। দীর্ঘ ন'বছরের সম্পর্ক ছিন্ন করে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্তাসে সই করেছেন পর্তুগিজ মহাতারকা। সিআর সেভেনের রিয়াল ছাড়ার পরই ফুটবল প্রেমীরা হতাশ হয়ে পড়েছেন, কারণ আর মেসি বনাম রোনাল্ডোর দ্বৈরথ সেভাবে দেখতে পাবেন না তাঁরা।

জুভেন্তাসকে জোর টক্কর দিতে মেসিকে পেতে ঝাঁপাল ইন্টার মিলান

তবে, এবার হয়তোস সুখবর আসতে চলেছে তাদের জন্য বেশি দিন হয়নি জুভেন্তাসের হয়ে সই করেছেন রোনাল্ডো। শোনা যাচ্ছে, রোনাল্ডোর পর এবার লিওনেল মেসির ঠিকানও হতে চলেছে ইতালি। অন্তত এমনটাই খবর ইতালির বিখ্যাত পত্রিকা তুতোস্পোর্টে। ইতালির এই পত্রিকাই প্রথম জানিয়ে ছিল সিআর সেভেনের ইতালিতে আসার কথা।

শোনা যাচ্ছে ইতালির বিখ্যাত ক্লাব ইন্টার মিলান আগ্রহী কিংবদন্তি এই ফুটবলারকে দলে পেতে। ইতালির সংবাদমাধ্যমটির সূত্রে খবর, ইন্টার মিলানের স্পনসররা বার্সেলোনাকে বড় অঙ্কের প্রস্তাব দিতে চলেছেন মেসিকে ছাড়ার জন্য। ইন্টারের এই প্রস্তাবে যদি মেসিকে ছেড়ে দিতে রাজি হয় বার্সা, তা হলে বিশ্ব ফুটবলের এই কিংবদন্তি ফের নয়া ইতিহাস লিখবেন ইতালীয় ক্লাব ফুটবলে।

তবে, বার্সেলোনা থেকে লিওনেল মেসিকে নিয়ে আসা একেবারেই সহজ হবে না ইন্টার মিলানের জন্য। কারণ মেসির সঙ্গে ২০২১ পর্যন্ত চুক্তি রয়েছে বার্সেলোনার। পাশাপাশি মেসি নিজেও চান না বার্সার বাইরে অন্য কোনও ক্লাবে খেলতে। মেসি আগেই জানিয়েছেন ইউরোপে তাঁর একটাই ক্লাব থাকবে এবং তা বার্সেলোনা।

বার্সাকে বিদায় জানালে তাঁর প্রথম পছন্দ ছোটবেলার ক্লাব নিউয়েল্স ওল্ড বয়েজ। মেসি বহুবার জানিয়েছেন বার্সা ছাড়লে আর্জেন্তিনায় ছোট বেলায়র ক্লাব ওল্ড বয়েজেরই জার্সি পরেই শেষ ম্যাচ খেলবেন তিনি।

English summary
According to a top news agency of Italy, Inter Milan are trying to bring Lionel Messi to Seria A. But personally messi says so many times that in Europe he just want to play for FC Barcelona.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X