For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্যাঞ্চেজের আবির্ভাবই বদলে দিল উরুগুয়েকে

জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল উরুগুয়ে। মিশরকে নিজেদের প্রথম ম্যাচে লাতিন আমেরিকার দলটি হারিয়ে দিল ১-০ গোলে। তবে, যে ভাবে খেলা হচ্ছিল তাতে ম্যাচটি ড্র হওয়ার সম্ভবনাই ছিল বেশি।

Google Oneindia Bengali News

জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল উরুগুয়ে। মিশরকে নিজেদের প্রথম ম্যাচে লাতিন আমেরিকার দলটি হারিয়ে দিল ১-০ গোলে। তবে, যে ভাবে খেলা হচ্ছিল তাতে ম্যাচটি ড্র হওয়ার সম্ভবনাই ছিল বেশি। কারণ দু'টি দলই ম্যাচের শুরু থেকে অসংখ্য আক্রমণ তুলে আনলেও গোলের রাস্তা খুলতে ব্যর্থ হন দুই দলের ফুটবলাররা।

স্যাঞ্চেজের আবির্ভাবই বদলে দেয় উরুগুয়েকে

উরুগুয়ের কাভানি বা মিশরের ওয়াডা বারবার বিপদ তৈরি করার মতো জায়গায় পৌছে গিয়েও শেষ পর্যন্ত তিন কাঠির তলায় সফল ভাবে বলটি পাঠাতে ব্যর্থ হন। তবে, নান্দিজের পরিবর্তে স্যাঞ্চেজ মাঠে নামার পর থেকে খেলাটা অনেকটাই বদলে যায় উরুগুয়ের। মিস পাসের বহরও অনেকটাই কমে যায়। মাঠে আসার পর থেকেই মাঝমাঠের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন স্যাঞ্চেজ।

ম্যাচের ৮৮ মিনিটে সেরা সুযোগ আসে উরুগুয়ের সামনে। সুবিধাজনক জায়গা থেকে ফ্রি কিক পায় তারা। ফ্রি কিক নিতে ভুল করেননি কাভানি। কিন্তু বারে লেগে ফিরে আসে তাঁর শট।

অবশেষে ৯০ মিনিটে ম্যাচের এক মাত্র গোলটি করেন উরুগুয়ের হোসে গিমিনেজ। পরিবর্ত ফুটবলার হিসেবে নামা স্যাঞ্চেজের ডান দিক থেকে ভাসানো ফ্রি কিক বাজ পাখির মতো লাফিয়ে জালে জড়িয়ে দেন গিমিনেজ। এই গোলেই গ্রুপ 'এ' থেকে পরবর্তি রাউন্ডে যাওয়ার জন্য সুবিধা জনক জায়গায় পৌছল উরুগুয়ে।

উরুগুয়ের আক্রমণের ঝাঁঝ আরও বাড়ে স্যাঞ্চেজ আসার পরেই। স্যাঞ্চেজের মাঠে আসাটা নিঃসন্দেহে এই ম্যাচের টার্নিং পয়েন্ট বলা যেতেই পারে।

English summary
Outstanding performance of Carlos Sanchez helps Uruguay to take control over the match against Egypt in 2018 fifa world cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X