For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাশিয়া বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা 'আত্মঘাতী গোল', জেনে নিন কীভাবে

রাশিয়া বিশ্বকাপে নানা কথা হচ্ছে। তবে সবকিছুকে ছাপিয়ে গিয়েছে অন্য আলোচনা। তা হল আত্মঘাতী গোল।

  • |
Google Oneindia Bengali News

ফিফা বিশ্বকাপের প্রথম দল হিসাবে পরের রাউন্ডে উঠে গিয়েছে রাশিয়া। প্রথম ম্যাচে হ্যাটট্রিক করা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নামছেন পরের ম্যাচে। তাঁকে নিয়েও একইরকম প্রত্যাশা সমর্থকদের। নতুন প্রযুক্তি ভিএআর নিয়েও নানা কথা হচ্ছে। তবে সবকিছুকে ছাপিয়ে গিয়েছে অন্য আলোচনা। তা হল আত্মঘাতী গোল।

রাশিয়া বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা আত্মঘাতী গোল

রাশিয়া বিশ্বকাপে এটাই এখন সবচেয়ে বড় হেডলাইন আত্মঘাতী গোল। প্রায় প্রতিদিনই কোনও না কোনও দল আত্মঘাতী গোল দিয়ে হেরে যাচ্ছে।

এখনও চার ভাগের একভাগ ম্যাচও হয়নি, তার আগেই নতুন রেকর্ড হতে চলল বলে। এখনও পর্যন্ত পাঁচটি আত্মঘাতী গোল হয়ে গিয়েছে। ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে রেকর্ড রয়েছে ছয়টি গোলের। সেই রেকর্ড এবার ভেঙে যাবে বলেই মনে করা হচ্ছে।

মরক্কো ম্যাচ দিয়ে শুরু হয়েছিল। তারপরে অস্ট্রেলিয়া, নাইজেরিয়া, পোল্যান্ড ও মিশর ম্যাচে আত্মঘাতী গোল হয়েছে। অথচ সবে এখন গ্রুপ লিগের দ্বিতীয় রাউন্ড শুরু হয়েছে। এখনও বহু ম্যাচ বাকী।

গোল স্কোরিংয়ের দিক থেকেও এই বিশ্বকাপ নজির তৈরি করতে পারে। রোনাল্ডো একা তিনটি গোল করে বসে রয়েছেন একটি ম্যাচে। রাশিয়ার চেরিসেভ ২ ম্যাচে ৩টি গোল করেছেন। বেলজিয়ামের রোমেলু লুকাকু, ইংল্যান্ডের হ্যারি কেন ও স্পেনের দিয়েগো কোস্তা ২টি করে গোল করেছেন। তবে এদের ছাপিয়ে আত্মঘাতী গোল হয়ে গিয়েছে ইতিমধ্যেই পাঁচটি।

English summary
Own goal' is currently the leading scorer in the Fifa World Cup Russia 2018
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X