For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেইমারের ম্যাচে নায়ক মেসির সতীর্থ, ম্যাচ-সেরার পুরস্কার সত্ত্বেও অখুশি কুটিনহো

মেসির সতীর্থ কুটিনহোর জন্য দারুন খবর। প্রথম ম্যাচেই নায়ক হলেন তিনিই। নেইমারের অভাব পূরণ করার চেষ্টা করেছিলেন। সুইজারল্যান্ডের গোলে বলও ঢুকিয়েছিলেন তিনিই।

Google Oneindia Bengali News

মেসিদের মতোই আটকে গিয়েছেন নেইমাররা। তবে মেসির সতীর্থ কুটিনহোর জন্য দারুন খবর। প্রথম ম্যাচেই নায়ক হলেন তিনিই। নেইমারের অভাব পূরণ করার চেষ্টা করেছিলেন। সুইজারল্যান্ডের গোলে বলও ঢুকিয়েছিলেন তিনিই। তাই ম্যাচ-সেরার পুরস্কার উঠল তাঁর হাতেই। কার্যত শেষ ৪০ মিনিট ঝড় তুলেছিল ব্রাজিল। সুযোগ নষ্টের খেসারত দিতে হয় নেইমারদের।

নেইমারের ম্যাচে নায়ক মেসির সতীর্থ

৫০ মিনিটে গোল শোধের পর মাঠ জুড়ে ব্রাজিল ফুটবলাররা দাপিয়ে বেরিয়েছেন। কিন্তু গোলের দেখা পায়নি। গোল ছাড়া সবকিছুই করেছেন তাঁরা। শেষমেশ তিন পয়েন্ট মাঠে ছেড়ে আসতে হয়েছে স্কোরিং দক্ষতার সফল প্রয়োগ অভাবে। প্রথমার্ধের শুরুতেই ঝড় তুলে খেলা শুরু করেছিলেন নেইমাররা। ম্যাচের ১৯ মিনিটে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। কুটিনহো গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন।

কিন্তু তারপরই খেলা থেকে হারিয়ে গিয়েছিল ব্রাজিল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সুইজারল্যান্ড গেল শোধ করে দেওয়ার পর মুহূর্মুহূ আক্রমণ শানাতে থাকে ব্রাজিল। কিন্তু গোলের কাছে পৌঁছেও তেকাঠির মধ্যে বল রাখতে ব্যর্থ হন নেইমাররা। এই পর্বে প্রতি আক্রমণেই জোর দেয় সুইজারল্যান্ড।

সুইজারল্যান্ড টিপিক্যাল ইউরোপিনদের মতো ডিফেন্স করে ব্রাজিলের কাছ থেকে পয়েন্ট কাড়তে ডিপ ডিফেন্স লোক বাড়িয়ে দেয়। সেই ডিফেন্সের ভিড়েই হারিয়ে গেল ব্রাজিলের তিন পয়েন্ট। পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য প্রথম ম্যাচে পয়েন্ট নষ্ট করে চাপে পড়ে গেলেন তাঁরা। প্রতিবেশী দেশের মেসির মতোই এদিন নেইমারের কোনও চেষ্টাই কাজে লাগেনি। ফলে নেইমার-অনুরাগীদের এখন তাকিয়ে থাকতে হবে পরবর্তী ম্যাচের জন্য।

English summary
Philip Kutinho of Brazil has selected Man of the Match against Switzerland. Kutinho scores for Brazil but match is drawn.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X