For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আম্ফান বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছেন ফুটবলাররা, নিচ্ছেন মহৎ উদ্যোগ

আম্ফান বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছেন ফুটবলাররা, নিচ্ছেন মহৎ উদ্যোগ

  • |
Google Oneindia Bengali News

বিপর্যস্ত বাংলা! একদিকে করোনা নিয়ে উদ্বেগ। রাজ্যে আক্রান্তের সংখ্যা ক্রমেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। অন্যদিকে ২০ মে আম্ফান ঝড়ে রাজ্যের সর্বত্র ব্যাপক ক্ষয়ক্ষতি।এই সঙ্গে দুই বিপর্যয় সামলাতে রাজ্য প্রশাসনের নাজেহাল অবস্থা। জোড়া বিপর্যয়ে বিধ্বস্ত বাংলা! এই বাংলার বিপর্যস্ত মানুষদের পাশে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিতে চলেছেন ফুটবলাররা।

সাহায্য করবে ফুটবলারদের ফোরাম

সাহায্য করবে ফুটবলারদের ফোরাম

আম্ফানে দুর্গতদের পাশে দাঁড়াতে এবার এগিয়ে আসতে চলেছে বাংলার ফুটবলারদের সংস্থা প্লেয়ার্স ফর হিউম্যানিটি। ৩৮ জন ফুটবলারদের নিয়ে সম্প্রতি ফুটবলারদের স্বোচ্ছাসেবী সংগঠনটি তৈরি হয়েছে। সংস্থায় রাজ্যের গণ্ডি ছাড়িয়ে প্রাক্তন-বর্তমান ফুটবলাররা অনেকেই রয়েছেন।

দুর্গতদের বাসস্থান তৈরি করে দেবে ফুটবলারদের ফোরাম

দুর্গতদের বাসস্থান তৈরি করে দেবে ফুটবলারদের ফোরাম

ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যাওয়া বাংলাকে সাহায্য করতে ফোরামের প্রাক্তন-বর্তমান ফুটবলাররা একমত। হোয়াইস অ্যাপ গ্রুপে আপাতত আম্ফান দুর্গতদের বাসস্থান তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্লেয়ার্স ফর হিউম্যানিটি।

কেন বাসস্থান

কেন বাসস্থান

সামাজিক কাজের জন্য ফুটবলারদের নিয়ে তৈরি এই ফোরামের মতে, সংকটের এই সময় অনেকেই দুর্গতদের পাশে দাঁড়াচ্ছেন, তাঁদের অন্ন সংস্থানের জোগাড় করে দিচ্ছেন। ফুটবলারদের নতুন এই ফোরাম তাই একটু অন্যভাবে পাশে দাঁড়াতেই দুর্গতদের ভেঙে যাওয়া ঘরবাড়ি মেতামতি করে দেওয়ার পূর্ণ দায়িত্ব ও খরচ বহন করা নিয়ে ভাবছে। আম্ফানে যাদের বাড়ি ভেঙেছে তাঁদের সাহায্য করতে চায় প্লেয়ার্স ফর হিউম্যানিটি।

করোনার দুঃসময়ে সাহায্য

করোনার দুঃসময়ে সাহায্য

করোনা দুঃসময়ে রাজ্য পুলিশকে রোগ প্রতিরোধ বর্ধক হোমিওপ্যাথি ওষুধ পৌঁছে দিয়ে প্লেয়ার্স ফর হিউম্যানিটি ফোরামটি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এবার আম্ফানে বিপর্যস্ত বাংলাকে সাহায্য করতে হাত বাডা়তে চলেছেন ফুটবলাররা।

'সাইকেল গার্ল' জ্যোতির পাশে সুপার ৩০! সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আনন্দ কুমার'সাইকেল গার্ল' জ্যোতির পাশে সুপার ৩০! সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আনন্দ কুমার

English summary
Players For Humanity, Footballer forum set to help needy people hit by amphan cyclone
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X