For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩৪ বছর বয়সে প্রথমবার বিশ্বকাপের মঞ্চে নেমে গোল করে ইতিহাসে কারেসমা

ইরানের বিরুদ্ধে ম্যাচের সেরা তিনি। রিকার্দো কারেসমা। সারা ম্যাচে জ্বলে উঠতে পারলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে সেই ঘাটতি পূরণ করে দিলেন রিকার্দো কারেসমা।

  • |
Google Oneindia Bengali News

ইরানের বিরুদ্ধে ম্যাচের সেরা তিনি। রিকার্দো কারেসমা। সারা ম্যাচে জ্বলে উঠতে পারলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে সেই ঘাটতি পূরণ করে দিলেন রিকার্দো কারেসমা। ৩৪ বছর ২৭২ দিনের মাথায় বিশ্বকাপে খেলতে নেমে গোল করে চির স্মরণীয় হয়ে থাকলেন তিনি। তাঁর গোলের সুবাদে ম্যাচ ১-১ ড্র করে পর্তুগাল শেষ ১৬-য় জায়গা করে নিল।

৩৪ বছর বয়সে প্রথমবার বিশ্বকাপের মঞ্চে নেমে গোল কারেসমার

এদিন ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিল পর্তুগাল। বেশ কয়েকটি ইতিবাচক আক্রমণও তৈরি হয়েছিল। তবে কিছুতেই গোল আসছিল না। রোনাল্ডো কিছুটা নিষ্প্রভ ছিলেন। অন্যদিকে কারেসমা ও আন্দ্রে সিলভা বেশ সপ্রতিভ ছিলেন।

প্রথমার্ধের একেবারে শেষ লগ্নে রোনাল্ডোর বাড়ানো পাস থেকে ডান পায়ের অনবদ্য শটে গোলকিপার বেইরনভন্দকে পরাস্ত করে পর্তুগালকে ১-০ লিড এনে দেন রিকার্দো কারেসমা। তাঁর অসাধারণ প্লেসমেন্টের কারণে গোলকিপারের কিছু করার ছিল না।

কারেসমার আগে সবচেয়ে বেশি বয়সে প্রথমবার বিশ্বকাপে খেলতে নেমে গোল করেন এই ইরানেরই ইয়াহয়া মহমোদি। তাঁর বয়স ছিল ৩৫ বছর ৮৪ দিন। ২০০৬ সালে মেক্সিকোর বিরুদ্ধে প্রথমবার বিশ্বকাপে খেলতে নেমে ইয়াহয়া গোল করেন। তারপরে একযুগ পরে কারেসমা গোল করে রেকর্ড স্পর্শ করলেন।

এদিন পর্তুগাল আক্রমণে সিলভা ও কারেসমা গোলের খোঁজে ছিলেন। রোনাল্ডো খেলা তৈরির চেষ্টা করছিলেন। আর সেটপিস থেকে আক্রমণ শানানোর পরিকল্পনা ছিল। সেইমতো বেশ কয়েকটি কর্ণার ও বক্সের কাছাকাছি ফ্রি-কিকও পর্তুগাল পেয়ে যায়। তবে তা কাজে লাগাতে পারেনি পর্তুগাল।

English summary
Portugal's Ricardo Quaresma is the man of the match against Iran
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X