For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চ্যাম্পিয়ন্স লিগ জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে আজ লিভারপুলের সামনে জিদানের দল

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে কেমন তৈরি দুই দল, জেনে নিন ম্যাচ প্রিভিউতে।

Google Oneindia Bengali News

আর কয়েক ঘন্টার অপেক্ষা, তার পরই শুরু মহারণ। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে বিশ্ব ফুটবলের দুই ডাগসাইটে ক্লাব লিভারপুল এবং রিয়াল মাদ্রিদ। এই ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই পারদ চড়তে শুরু করেছে ফুটবল সার্কিটে। ফুটবল উত্তাপে গা সেঁকছে গোটা ইউক্রেন।

চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুলতে আত্মবিশ্বাসী রিয়াল

সমর্থক এবং ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে এই ম্যাচকে ঘিরে উত্তেজনার অভাব না থাকলেও, যে দুই দলকে ঘিরে এই উত্তাপ, সেই দুই দল লিভারপুল এবং রিয়াল মাদ্রিদ কিন্তু বেশ সতর্ক।

তবে, পরিসংখ্যানের বিচারে মেগা এই ম্যাচের আগে রিয়াল মাদ্রিদের থেকে এক ধাপ এগিয়ে রয়েছে জর্জেন ক্লপের লিভারপুল। নিজেদের শেষ পাঁচ ম্যাচে একটি জয় পেয়েছে জিদানের দল।হেরেছে একটি ম্যাচে ড্র তিনটি ম্যাচ।

অন্য দিকে, শেষ পাঁচ ম্যাচে দু'টিতে জয় এবং দু'টিতে হারের মুখ দেখতে হয়েছে লিভারপুলকে।ড্র একটি ম্যাচ।
সম্মুখ সমরেও রিয়াল মাদ্রিদের থেকে এক ধাপ এগিয়ে লিভারপুল।শেষ পাঁচ ম্যাচ সাক্ষাতকারে দুই বার জিতেছে রিয়াল মাদ্রিদ।লিভারপুল জিতেছে তিনটি ম্যাচে। রিয়ালের পক্ষে গোল সংখ্যা ২ এবং লিভারপুলের গোল সংখ্যা ৬।

চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুলতে আত্মবিশ্বাসী রিয়াল

তবে, ফাইনাল ম্যাচের লড়াই অন্য লড়াই। প্রবল চাপে যে দল নিজেদের নার্ভ ধরে রাখতে পারবে সেই দলই জিতবে।

ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে লিভারপুলের কোচ জর্জেন ক্লপ বলেন, 'আমরা বেশ ভাল দল হিসেবে নিজেদের মেলে ধরেছি। ফাইনাল খেলার স্বপ্ন তো ছিলই, তবে সেটা সম্ভব হয়েছে গোটা দলের অনবদ্য পারফরম্যান্সে জন্য। আগামীকাল ফাইনালেও আমাদের শক্তি হয়ে উঠবে এই পারফরম্যান্স-ই।'
পাশে বসা লিভারপুলের ব্রিটিশ মিডফিল্ডার জর্ডন হেন্ডরসন বলেন, 'ভুলবেন না লিভারপুলের ডিএনএ-তে রয়েছে ট্রফি জেতা। খালি হাতে ফিরে যাব বলে আসিনি এখানে।'

নিজেদের আন্ডারডগ হিসেবে না দেখলেও প্রতিদ্বন্দ্বী কোচ জিদানের প্রশংসাও এদিন করেন ক্লপ।তিনি বলেন, 'বিশ্বের সর্বকালের সেরা পাঁচ ফুটবলারের মধ্যে এক জন অবশ্যই জিদান। কেউ যদি মনে করে যে ওর ফুটবলে জ্ঞান কম আছে বা বিশেষ কিছু করতে পারবে না হিসেবে তা হলে কিছু বলার থাকে না। আমার সম্পর্কেও অনেকে একই কথা ভাবে। কোনও জ্ঞান না থাকা দুই কোচের মধ্যেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের লড়াই হওয়াটা আরও মজার।'

দুই কোচের মগজাস্ত্রের লড়াইয়ের পাশাপাশি এই ম্যাচকে দেখা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং মহম্মদ সালাহ-এর দ্বৈরথ হিসেবে।

তবে, তিনি যে এই তত্বে বিশ্বাস করেন না তা স্পষ্ট জানিয়ে দিলেন মিশরেরে 'মেসি'। তিনি বলনে, 'লড়াইটা আমাদের দুই জনের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই লড়াইটা দুই দলের। ২২ জন ফুটবলারের। ম্যাচের দিন যে দল ভাল খেলবে, সেই জিতবে।'

তবে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে এই কাজটা যে বেশ কঠিন তাও মেনে নেন সালাহ।

English summary
Real Madrid and Liverpool are all set to face each other. In champions league final both the coaches want to win the prestigious trophy, but according to current stats Liverpool is little ahead of real Madrid.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X