For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রি কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে সোমবার ব্রাজিলের সামনে মেক্সিকো, জেনে নিন কী খবর দুই শিবিরে

সোমবার প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে লাতিন আমেরিকার অন্যতম দুই শক্তিশালী দল ব্রাজিল এবং মেক্সিকো। ব্রাজিল ফেভারিট হলেও কঠিন লড়াই দিতে তৈরি চলতি বিশ্বকাপে জার্মানিকে হারানো মেক্সিকো।

Google Oneindia Bengali News

সোমবার প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে লাতিন আমেরিকার অন্যতম দুই শক্তিশালী দল ব্রাজিল এবং মেক্সিকো।

প্রি কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে সোমবার ব্রাজিলের সামনে মেক্সিকো, জেনে নিন কী খবর দুই শিবিরে

এমনিতেই এই বিশ্বকাপকে বলা হচ্ছে অঘটনের বিশ্বকাপ। রাশিয়া বিশ্বকাপকে 'অঘটনের বিশ্বকাপ' আক্ষা দেওয়ার কারণও রয়েছে যথেষ্ট। বিশ্ব চ্যাম্পিয়ান জার্মানি এই বিশ্বকাপের গ্রুপ পর্যায় থেকে বিদায় নিয়েছে। গত বারের বিশ্ব চ্যাম্পিয়নদের আকস্মিক ছিটকে যাওয়া অবাক করেছে বহু ফুটবল বিশেষজ্ঞকেও।

শুধু জার্মানিই নয়, শনিবার প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে জোড়া অঘটনের সাক্ষী থেকেছে রাশিয়া। বিশ্ব ফুটবলের অন্যতম দুই নক্ষত্র লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডো-ও বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে। এই দুই নক্ষত্রের নেতৃত্বাধীন আর্জেন্তিনা এবং পর্তুগাল প্রি কোয়ার্টার ফাইনালের গণ্ডি পেরতে অক্ষম হয়েছে
এখন পরীক্ষা ব্রাজিলের সামনে। এই বারে ব্রাজিল দলটার মধ্যে একটা সঙ্ঘবদ্ধতা লক্ষ করা যাচ্ছে প্রথম থেকেই।

প্রথম ম্যাচটা নড়বড়ে দেখালেও পরের ম্যাচ থেকেই নামের প্রতি সুবিচার করে ব্রাজিল দলটা সঙ্ঘবদ্ধ ফুটবলের নমুনা রেখেছে। এই দলের মূল তারকা নেইমার হলেও, দলটা শুধু নেইমারের উপরই নির্ভরশীল নয়, ফিরমিনো, পৌলিনহো, কুর্টিনহোর মতো তারকারা দলকে নিয়ে চলেছেন তড়তড়িয়ে।

গ্রুপ পর্বে তিনটি ম্যাচের মধ্যে দু'টিতে জয় পেয়েছে ব্রাজিল, ড্র হয়েছে একটি ম্যাচ। তিন ম্যাচে তারা গোল করেছে সাতটি।

শুধু আক্রমণভাগেই নয় ব্রাজিল দলটার অন্যতম বড় শক্তি তাদের মজবুত রক্ষণ। গত তিন ম্যাচে মাত্র একটি গোল হজম করেছে তারা।

অন্য দিকে, প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হলেও মেক্সিকোকে একেবারেই হালকা ভাবে নিচ্ছে না ব্রাজিল। ব্রাজিলকে চিন্তায় রাখছে গ্রুপ লিগে মেক্সিকোর ফর্ম। গত বারের চ্যাম্পিয়ন জার্মানিকে নিজেদের প্রথম ম্যাচেই হারায় মেক্সিকো।

শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিলের প্রতিপক্ষ মেক্সিকো তৈরি লড়াই করে পরবর্তী রাউন্ডে নিজেদের জায়গা পাকা করে নিতে। সীমিত ক্ষমতাকে সঙ্গী করেই নেইমারের দলের বিরুদ্ধে জিততে তৈরি মেক্সিকোর কোচ খুয়ান কার্লোস ওসোরিও। এই নিয়ে লাগাতার সাতটি বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করেছে মেক্সিকো। কিন্তু অদ্ভুদভাবে নিজেদের শেষ ছয়টি বিশ্বকাপে প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছতে ব্যর্থ হয়েছে তারা।

তবে এই বার সেই রকর্ড ভাঙতে মরিয়া মেক্সিকো। মেক্সিকোর অধিনায়ক ব্রাজিলের বিরুদ্ধে নামার আগে স্পষ্ট জানিয়ে দেন অতীতের রেকর্ড মাথায় রেখে ব্রাজিলের বিরুদ্ধে নামছেন না তাঁরা। কারণ ২০১৮ ফিফা ওয়ার্ল্ড কাপ সম্পূর্ণ নতুন একটা লড়াই এবং এই লড়াইয়ে ব্রাজিলের মতো দলকে টেক্কা দিতে তাঁরা তৈরি। তিনি বলেন, 'আমরা মানসিক দিক দিয়ে সম্পূর্ণ অন্য রকম। তবে আমরা জানি আমাদের বিচার করা হবে আমরা এগিয়ে যেতে পারব কি পারব না সেই দিয়ে।'

ব্রাজিলের বিরুদ্ধে নামার আগে তাঁদের মোটিভেশন সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, 'পাঁচ বারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে খেলতে নামছি আমরা, এর থেকে বড় মোটিভেশন আর কী হতে পারে।'

পাশাপাশি নেইমারের প্লে অ্যাক্টিংয়ের প্রসঙ্গ তুলে এনে তিনি বলেন, 'আমরা সকলেই জানি নেইমার কেমন খেলোয়াড়। সিদ্ধান্ত কখনই আমাদের হাতে থাকে না। ফিফা এবং রেফারির-ই শেষ সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। এখন ভিএআর প্রযুক্তি রয়েছে, তাদের এই বিষয়গুলি দেখা প্রয়োজন এবং বোঝা প্রয়োজন কী ভাবে এগুলি পরিবর্তন করা যায়।' এখন দেখার অঘটনের বিশ্বকাপে ফের একটা অঘটন ঘটাতে পারে কি না মেক্সিকো।

English summary
Brazil will face Mexico in the pre quarterfinal match of 2018 Russia World cup. Both the teams are confident to secure their spot in quarterfinal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X