For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোয়ার্টার ফাইনালের আগে কী খবর ফ্রান্স-উরুগুয়ের, জেনে নিন

শুক্রবার ২০১৮ রাশিয়া ওয়ার্ল্ড কাপে নিঝনি নভগোরোদ স্টেডিয়ামে মুখোমুখি উরুগুয়ে এবং ফ্রান্স। চলতি বিশ্বকাপে দু’টি দলই দারুণ ছন্দে রয়েছে। দুই দল আত্মবিশ্বাসী ভাল পারফর্ম করার বিষয়ে।

Google Oneindia Bengali News

শুক্রবার ২০১৮ রাশিয়া ওয়ার্ল্ড কাপে নিঝনি নভগোরোদ স্টেডিয়ামে মুখোমুখি উরুগুয়ে এবং ফ্রান্স। চলতি বিশ্বকাপে দু'টি দলই দারুণ ছন্দে রয়েছে।

কোয়ার্টার ফাইনালেকর আগে কী খবর ফ্রান্স-উরুগুয়ের, জেনে নিন

ব্রাজিল বিশ্বকাপের রানার্স দল আর্জেন্তিনাকে ৪-৩ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। অন্য দিকে, কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়াটা সহজ ছিল না উরুগুয়েরও জন্যও। লাতিন আমেরিকার দলটিকে কোয়ার্টার ফাইনালে খেলতে হয়েছিল ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগালের বিরুদ্ধে। এই ম্যাচে এডিনসন কাভানির জোড়া গোলে পর্তুগালকে হারায় উরুগুয়ে।

তবে, কোয়ার্টার ফাইনালের খেলা সম্পূর্ণ ভিন্ন। দুই দলের কোচই তাই বেশ সাবধানী। ফ্রান্সের বিরুদ্ধে নামার আগে উরুগুয়ের কোচ অস্কার তাবারেজ বলেন, 'ডিফেন্সকে আরও শক্তিশালী করে ফ্রান্সের বিরুদ্ধে নামতে হবে আমাদের। ওদের ফরোয়ার্ড লাইন বেশ শক্তিশালী। আমাদের ডিফেন্সের উপর জোড় দিয়েই ম্যাচটা খেলতে হবে, যেমনটা আমরা খেলেছিলাম পর্তুগালের বিরুদ্ধে এবং গ্রুপের খেলায়।'

পাশাপাশি আর্জেন্তিনা বধের নায়ক এমবাপের প্রসঙ্গ তুলে তাবারেজ বলেন, 'অবশ্যই আমরা চেষ্টা করব এমবাপেকে যতটা সম্ভব কম জায়গা দেওয়ার। যাতে নিজের গতির ব্যবহার ঠিক মতো ও করতে না পারে। তবে, আমি মনে করি যে রকম ডিফেন্স আমরা করেছি গত ম্যাচগুলিতে তেমনটা করতে পারলে ওদের সমস্যা হবে।'

ফ্রান্সের বিরুদ্ধে নামার আগে লাতিন আমেরিকার দলটিকে চিন্তায় রাখছে এডিনসন কাভানির চোট। ফ্রান্সের বিরুদ্ধে তাঁর খেলা নিয়েও তৈরি হয়েছে সংশয়।

তবে, ম্যাচের আগে ফ্রান্সের মাতুইদি যা বললেন তাতে আশাবাদী হতেই পারেন উরুগুয়ের সমর্থকেরা। ম্যাচের আগে সাংবাদিকদের তিনি বলেন, 'কাভানিকে আমি অনেক দিন ধরেই জানি। ওর সম্পর্কে আমি বলতে পারি ও কখনই হাল ছেড়ে দেবে না। ও মাঠে নামার আপ্রাণ চেষ্টা করবে। ও খেললে শেষ পর্যন্ত ও চেষ্টা চালাবে নিজের দলকে জেতানোর।'

কাভানি না খেললে উরুগুয়ের শক্তি যে অনেকটাই কমে যাবে তাও মনে করিয়ে দেন এই মিডফিল্ডার। তিনি বলেন, 'কাভানিকে ছাড়া অবশ্যই একই শক্তি থাকবে না উরুগুয়ের। আমরা সকলেই জানি ওর কী ক্ষমতা। কারণ ও একজন দারুণ স্ট্রাইকার।'

অন্য দিকে, চোট আঘাত সংক্রান্ত সমস্য নেই ফ্রান্সের। গত ম্যাচে আর্জেন্তিনাকে হারানোর ফলে গোটা দলই প্রবল আত্মবিশ্বাসী। দু'টি হলুদ দেখা মাতুইদির জায়গায় শুধু ঢুকবে নতুন ফুটবলার। বাকি দল অপরিবর্তিত থাকার কথা।

English summary
Uruguay will France in quarter final match of Fifa World Cup 2018.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X