For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা লকডাউন উঠলে পিকে বন্দ্যোপাধ্যায় ও চুনী গোস্বামীর স্মরণে প্রদর্শনী ম্যাচের আয়োজন?

করোনা লকডাউন উঠলে পিকে বন্দ্যোপাধ্যায় ও চুনী গোস্বামীর স্মরণে প্রদর্শনী ম্যাচের আয়োজন?

  • |
Google Oneindia Bengali News

প্রাণঘাতী করোনা কারণে দেশজুড়ে লকডাউন। এই লকডাউনের মাঝেই ৩০ এপ্রিল না ফেরার দেশে চলে গিয়েছেন ভারতীয় ফুটবল কিংবদন্তি চুনী গোস্বামী। এর আগে ভারতীয় খেলার জগৎ আরেক কিংবদন্তি পি কে বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছে। দেড় মাসেরও কম সময়ের মধ্যে দুই কিংবদন্তির প্রয়াণ ভারতীয় ফুটবল পিতৃহারা। এবার দুই ফুটবলারকে শ্রদ্ধা জানাতে ফুটবল ম্যাচ আয়োজন হতে পারে।

দুই কিংবদন্তিকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছে ইস্টবেঙ্গল

দুই কিংবদন্তিকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছে ইস্টবেঙ্গল

সম্প্রতি শনিবার কলকাতায় প্রথম প্রয়াত চুনী গোস্বামী ও পিকে বন্দ্যোপাধ্যায়কে নিয়ে স্মরণসভা হয়েছ। ভারতীয় ফুটবলের প্রয়াত দুই কিংবদন্তিকে অনলাইনে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। লকডাউন না খোলায় রাজ্য ফুটবল সংস্থা আইএফএ-র পক্ষ থেকে এখনও কোনও উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি।

লকডাউন উঠলে দুই কিংবদন্তিকে কীভাবে শ্রদ্ধা জানাতে চায় আইএফএ

লকডাউন উঠলে দুই কিংবদন্তিকে কীভাবে শ্রদ্ধা জানাতে চায় আইএফএ

তবে দুই কিংবদন্তির সম্মানে লকডাউন উঠলে প্রদর্শনী টুর্নামেন্টের আয়োজন করার কথা ভাবছে আইএফএ।

আইএফএ সচিব সচিব জয়দীপ মুখোপাধ্যায় যা বলেছেন

আইএফএ সচিব সচিব জয়দীপ মুখোপাধ্যায় যা বলেছেন

সর্বভারতীয় সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী আইএফএ'র এই উদ্যোগ নিয়ে সচিব জয়দীপ মুখোপাধ্যায় বলেন, 'ভারতীয় ফুটবল কয়েকদিনের ব্যবধানে দুই মণি-মুক্তোকে হারিয়েছে। চুনী গোস্বামী ও পিকে বন্দ্যোপাধ্যায় ভারতীয় ফুটবল, বাংলার ফুটবলের ইতিহাসের সঙ্গে জড়িত রয়েছেন। এমন মহান ব্যক্তিত্বদের সম্মান জানানো আমাদের কর্তব্য।'

পরিবারের সঙ্গে কথা বলা হবে

পরিবারের সঙ্গে কথা বলা হবে

আইএফএ সচিব আরও জুড়েছেন, 'দুই মহাতারকার স্মৃতিতে প্রদর্শনী টুর্নামেন্ট আয়োজন করা নিয়ে ভাবা হচ্ছে। এই নিয়ে প্রদীপ বন্দ্যোপাধ্যায় ও চুনী গোস্বামীর পরিবারের সঙ্গে কথা বলা হবে।'

লকডাউন ওঠার দিকে তাকিয়ে সচিব

লকডাউন ওঠার দিকে তাকিয়ে সচিব

তিনি আরও বলেন, 'লকডাউন উঠলে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও ময়দানের ক্লাবগুলির সঙ্গে এক ম্যাচের প্রদর্শনী টুর্নামেন্ট নিয়ে আলোচনা করা হবে।'

টুর্নামেন্টের রূপরেখা

টুর্নামেন্টের রূপরেখা

সর্বভারতীয় সংবাদপত্র প্রকাশিত খবর অনুযায়ী, আপাতত আইএফএ-র পক্ষ থেকে এক ম্যাচের টুর্ন‌ামেন্টের কথা ভাবা হয়েছে। পরে ম্যাচের সংখ্যা বাড়ানো হতে পারে। কলকাতা ছাড়া জেলাতেও দুই কিংবদন্তিকে শ্রদ্ধা জানিয়ে প্রদর্শনী ম্যাচ করা নিয়ে ভাবা হচ্ছে।

পিকে বন্দ্যোপাধ্যায় ও চু‌নী গোস্বামী স্মরণে ম্যাচ কোথায় হতে পারে

পিকে বন্দ্যোপাধ্যায় ও চু‌নী গোস্বামী স্মরণে ম্যাচ কোথায় হতে পারে

আইএফএ সচিব দুই কিংবদন্তি স্মরণে ম্যাচটি যুবভারতী স্টেডিয়ামে করতে চান বলে জানিয়েছেন। যেখানে বর্তমান থেকে প্রাক্তনীরা ম্যাচে অংশ নিতে পারবেন।

চুনী গোস্বামীর শ্রাদ্ধানুষ্ঠান

চুনী গোস্বামীর শ্রাদ্ধানুষ্ঠান

অন্যদিকে রবিবার চুনী গোস্বামীর যোধপুর পার্কের বাড়িতে ভারতীয় ফুটবল কিংবদন্তির শ্রাদ্ধানুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থেকে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস শ্রদ্ধা জানান। প্রয়াত চুনী গোস্বামীর শ্রাদ্ধানুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ছাড়া মন্ত্রী সুজিত বসু ও সাংসদ সৌগত রায় উপস্থিত ছিলেন।

ইস্টবেঙ্গলের ভারতীয় ব্রিগেডে আরও এক সংযোজন? অঘটন না হলে জাতীয় দলের এই উইঙ্গার লাল-হলুদ জার্সিতেইস্টবেঙ্গলের ভারতীয় ব্রিগেডে আরও এক সংযোজন? অঘটন না হলে জাতীয় দলের এই উইঙ্গার লাল-হলুদ জার্সিতে

English summary
Probability of a match to pay tribute to pk banerjee and chuni goswami post lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X