For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ধাক্কার কারণে এবছর আই লিগ, আইএসএল ও ঘরোয়া লিগ কি একই সঙ্গে?

করোনা ধাক্কার কারণে এবছর আই লিগ, আইএসএল ও ঘরোয়া লিগ কি একই সঙ্গে?

  • |
Google Oneindia Bengali News

করোনার কারণে বন্ধ খেলার দুনিয়া। ক্রিকেটে আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে। শুধু ক্রিকেটেই নয় ফুটবলেও এখন সংকট। ফুটবলে ময়দানে ঘরোয়া লিগে মাঠে কবে বল গড়াবে তাও জানা নেই।

কবে শুরু হতে পারে লিগ

কবে শুরু হতে পারে লিগ

দেশে করোনা সংক্রমণের যা পরিস্থিতি তাতে অক্টোবরের আগে ঘরোয়া লিগ শুরু করা সম্ভব নয়,আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ‌্যায় এমনটাই মনে করছেন। করোনা ধাক্কা কাটিয়ে ঘরোয়া লিগের জন্য ফুটবলপ্রেমীদের অপেক্ষা বাড়বে, সচিব জয়দীপ মুখোপাধ‌্যায় স্পষ্ট সেই ইঙ্গিত দিয়ে দিয়েছেন। করোনা যেভাবে দেশকে গ্রাস করছে তাতে অক্টোবরের আগে লিগ শুরু করা সম্ভব নয় বলে তিনি জানান।

পঞ্চম লকডাউনের সম্ভাবনা

পঞ্চম লকডাউনের সম্ভাবনা

জুনের শুরু থেকে আইএফএ অফিস খুলতে পারে। করোনা কারণে দেশে এখন ১ লক্ষ ৫৮ হাজার মানুষ সংক্রমিত। সেকারণে ৩১ মে চতুর্থ দফার লকডাউন উঠলে ফের পঞ্চম দফার লকডাউন হওয়ার সম্ভাবনা প্রবল।

খুলতে পারে আইএফএ অফিস

খুলতে পারে আইএফএ অফিস

তবে চতুর্থ লকডাউনের মতোও পঞ্চম লকডাউনের বেশকিছু ক্ষেত্রে শিথিল রাখা হতে পারে। বিধিনিষেধ যদি শিথিল করা হলে ১ জুন থেকে আইএফএ অফিস খোলার পক্ষে আইএফএ।

দেশে ফুটবল শুরু কবে

দেশে ফুটবল শুরু কবে

অন্যদিকে সর্বভারতীয় ফেডারেশনও অক্টোবরে দেশের ফুটবল মরসুম শুরু হওয়ার ইঙ্গিত দিয়েছে। করোনা ধাক্কার কারণে সেপ্টেম্বরের পরিবর্তে অক্টোবরে জাতীয় মরসুম শুরু আশা রাখছে বলে এআইএফএফ সচিব কুশল দাস জানিয়েছেন।

মাঠ নিয়ে সমস্যা?

মাঠ নিয়ে সমস্যা?

সেক্ষেত্রে একই সময় আই লিগ ও ঘরোয়া লিগের সূচি ধাক্কা খাওয়ার সম্ভাবনা প্রবল। আই লিগ ও আইএসএলের পৃথক লিগ,সমস্যার কিছু নেই। কিন্তু ঘরোয়া লিগে দুই প্রধান খেলবে, অন্য দিকে একই সময়ে আই লিগ হলে মাঠ পাওয়া নিয়ে সমস্যা তৈরি হতে পারে। সেই নিয়ে আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় বলেন, 'লকডাউন উঠলে ক্লাবগুলির সঙ্গে বসে তারপরই ক্রীড়াসূচি তৈরি করা হবে। মাঠ নিয়ে কোনও সমস‌্যা হবে না বলেই আশা রাখা হচ্ছে।

লকডাউনের পর ক্রিকেট শুরু হলে তিন ফর্ম্যাটে ভারতের প্রথম একাদশ এমনটা হতে পারেলকডাউনের পর ক্রিকেট শুরু হলে তিন ফর্ম্যাটে ভারতের প্রথম একাদশ এমনটা হতে পারে

English summary
probability of Isl, i leauge and kolkata legaue on same time in october For Corona Pandemic,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X