For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেসিদের বার্সেলোনাকে দেখে এবার ভারতে কেকেআর, মোহন-ইস্টেও হতে পারে মাস্ক বিপ্লব

মেসিদের বার্সেলোনাকে দেখে এবার ভারতে কেকেআর, মোহন-ইস্টেও হতে পারে মাস্ক বিপ্লব

  • |
Google Oneindia Bengali News

করোনার করাল গ্রাসে এখনও কাঁপছে বিশ্ব। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এখন ১ লক্ষ ৫৮ হাজার ছাড়িয়ে গিয়েছে। বিশ্বে সেই সংখ্যা ৫৭ লক্ষের বেশি। এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে ভাইরাস নিয়ে উদ্বেগ।

অভিনব উদ্যোগ বার্সেলানায়

লা-লিগা শুরুর আগে অভিনব উদ্যোগ নিয়েছে বার্সেলোনা ক্লাব। সমর্থকদের কথা ভেবে ক্লাবের তরফে মাস্ক তৈরি করা হচ্ছে। ক্লাবের হোম-অ্যাওয়ে জার্সির রঙ মিলিয়ে এই মাস্ক তৈরি করা হচ্ছে।

মাস্কে মেসি-সুয়ারেজরাও থাকছেন

করোনা মাস্কে মেসি-সুয়ারেজদের অ্যাকশন ছবিও রাখা হচ্ছে।দাম রাখা হয়েছে ১৬ ইউরো। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৩৫০ টাকা। মেসিদের ক্লাব বার্সোলোনার পথে এবার ইউরোপের অন্য দেশের ক্লাবগুলিও একই ভাবে ফ্যানেদের জন্য মাস্ক তৈরির ভাবনায়।

ভারতেও দেখা যেতে পারে মাস্ক বিপ্লব

ভারতে করোনা আক্রান্তের যা পরিস্থিতি তাতে এখন খেলা শুরু কঠিন। তবে সমর্থকদের কথা ভেবে ক্লাবের তরফে এখন করোনা রুখতে মাস্ক তৈরি শুরু হতে পারে। ভারতীয় খেলার দুনিয়ার অনেকেই মনে করছেন, ভারতীয় ফুটবলে ইস্টবেঙ্গল, মোহনবাগান কিংবা আইএসএলের ক্লাবগুলো মাস্ক-বিপ্লব শুরু করতে পারে। যার অর্থ ইউরোপের বার্সেলোনার পথে হেঁটে তারাও ক্লাবের জার্সি, ফুটবলারদের ছবি দেওয়া মাস্ক তৈরির পথে হাঁটতে পারে।

আইপিএলেও কি এমন দেখা যাবে

আগামী দিনে আইপিএল শুরু হলে গ্যালারিতে সমর্থকরা যেমন প্রিয় দলের পতাকা ওড়ান, এবার কি প্রিয় দলের সমর্থনের তাঁরা জার্সির রঙের মাস্ক পরে আসবেন? আইপিএলের সময় কেকেআর, চেন্নাই সুপার কিং, মুম্বই ইন্ডিয়ান্সের মতো টিমগুলো বাজারে মাস্ক আনার কথা ভাববে কিনা, সেই নিয়ে এমন কিছু জানা যায়নি।

বার্সেলোনার মতো ভাবছে কলকাতার দুই ক্লাব

ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার বার্সোলানার মাস্ক তৈরির ভাবনার প্রশংসা করে বলেন, 'দারুণ উদ্যোগ, ইস্টবেঙ্গল এ নিয়ে ভাবতে শুরু করে দিয়েছে। আমরা করেনা সুরক্ষার জন্য মাস্ক আনতে চলেছি।'

এটিকে মোহনবাগানের মত

মোহনবাগানের অর্থসচিব দেবাশিস দত্তও একই সুরে কথা বলেছেন, 'জুনে ক্লাবের বৈঠকে এই নিয়ে আলোচনা হতে চলেছে।' এটিকের এক শীর্ষ কর্তা উৎসব পারেখও ক্লাবগুলির মাস্ক তৈরির বিষয়ে এতমত। তিনিও জুনের বৈঠকে এই নিয়ে অবশ্যই আলোচনা হবে বলে জানান।

২৮ মে : বিজয়ের অতিমানবিক ইনিংসে আইপিএলে ইতিহাস রচনা সিএসকে-র, সাল ২০১১২৮ মে : বিজয়ের অতিমানবিক ইনিংসে আইপিএলে ইতিহাস রচনা সিএসকে-র, সাল ২০১১

English summary
probability of masks matching jersey for mohunbagan, eastbengal in line of barcelona in future
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X