For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চুনী গোস্বামীকে অমর করে রাখতে শহরের কোথায় বসতে পারে কিংবদন্তির মূর্তি

চুনী গোস্বামীকে অমর করে রাখতে শহরের কোথায় বসতে পারে কিংবদন্তির মূর্তি

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় ফুটবল পিতৃহারা। চলে গিয়েছেন ভারতীয় ফুটবল কিংবদন্তি চুনী গোস্বামী। ৩০ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে ৮২ বছর বয়সে চুনী গোস্বামী প্রয়াত হন। ১৯৬২ সালে এশিয়ান গেমসে সোনাজয়ী ভারত অধিনায়ককে এবার সম্মান জানাতে বিশেষ উদ্যোগ।

লকডাউনে চুনীর শেষযাত্রায় অনুরাগীরা অংশ নিতে পারেননি

লকডাউনে চুনীর শেষযাত্রায় অনুরাগীরা অংশ নিতে পারেননি

ভারতীয় ফুটবল কিংবদন্তি চুনী গোস্বামী যেদিন মারা যান, করোনার কারণে দেশে তখন দ্বিতীয় দফার লকডাউন চলছে। এই পরিস্থিতিতে তাঁর শেষযাত্রায় ভক্তরা অংশ নিতে পারেননি। চুনীর সতীর্থ বলরাম থেকে শুরু করে ময়দানের প্রাক্তন-বর্তমানরা অনেকেই চুনীকে শেষবার দেখার সুযোগ না পেয়ে আক্ষেপ করেছিলেন।

চুনী গোস্বামীকে অমর করে রাখতে উদ্যোগ

চুনী গোস্বামীকে অমর করে রাখতে উদ্যোগ

চুনীর শেষযাত্রায় ময়দানের অংশগ্রহণ অধরা থাকতে পারে, কিন্তু ভারতীয় ফুটবল নক্ষত্র চুনী গোস্বামীকে এবার অমর করে রাখতে উদ্যোগ নিতে চলেছে কলকাতা পুরসভা।

মহানাগরিক ফিরহাদ হাকিম চুনীকে সম্মান জানাতে আগ্রহী

মহানাগরিক ফিরহাদ হাকিম চুনীকে সম্মান জানাতে আগ্রহী

সব কিছু ঠিকঠাক থাকলে লকডাউন উঠলে এই উদ্যোগ নিয়ে পুরসভা আলোচনা করবে। এই বিষয়ে চূড়ান্ত অনুমোদন নেওয়া হতে পারে। মহানাগরিক ফিরহাদ হাকিম এই নিয়ে আগ্রহী বলে জানা গিয়েছে।

শহরের কোথায় চুনীর মুর্তি বসানো হতে পারে

শহরের কোথায় চুনীর মুর্তি বসানো হতে পারে

এখনই চূড়ান্ত সিদ্ধান্ত না হলে,দেশপ্রিয় পার্কে ভারতীয় কিংবদন্তি চুনী গোস্বামীর মূর্তি বসতে পারে। ছোটবেলার তীর্থপতি ইনস্টিটিউশনে পড়েছেন চুনী গোস্বামী। সেই সময়ে এই দেশপ্রিয় পার্কে ফুটবল খেলছেন চুনী।

রাস্তার নাম বদলের পক্ষে মত ভক্তদের

রাস্তার নাম বদলের পক্ষে মত ভক্তদের

লকডাউনে এখন সবকিছু আটকে থাকলেও গুণমুগ্ধদের একটা বড় অংশ মনে করছেন, যোধপুর পার্কে কিংবদন্তির বাড়ির সামনের রাস্তার নাম বদলে চুনী গোস্বামী সরণি করা হলে তাঁকে প্রকৃত সম্মান জানানো হবে। জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগ নিয়ে ভেবে দেখতে পারেন।

'সব পরিশ্রম জলে গেল', লকডাউনে কেন এমন বললেন ক্ষুব্ধ হরভজন, কী এমন দেখলেন?'সব পরিশ্রম জলে গেল', লকডাউনে কেন এমন বললেন ক্ষুব্ধ হরভজন, কী এমন দেখলেন?

English summary
Probable place for installing indian football legend chuni goswami's bust in kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X