For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সালাহকে আহত করা রামোসকে শাস্তি দিতে পিটিশনে সই ৪ লক্ষ মানুষের

সালাহ-র চোট এতটাই বেশি যে আসন্ন বিশ্বকাপে তাঁকে খেলতে নাও দেখা যেতে পারে। এই খবরে একদিকে যেমন শোকের ছায়া নেমে এসেছে, তেমনই সের্গিও রামোসের বিরুদ্ধে রাগ চরমে উঠেছে।

  • |
Google Oneindia Bengali News

মহম্মদ সালাহ। একার দক্ষতায় এবার মিশরকে বিশ্বকাপের মূল পর্বে তুলেছেন এই খেলোয়াড়। ক্লাব ফুটবলে এখন খেলছেন লিভারপুলের হয়ে। সেখানেও লাল ব্রিগেডকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তুলেছিলেন তিনি। তবে ম্যাচের ৩০ মিনিটের মাথায় বিপক্ষ রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার সের্গিও রামোসের কড়া ট্যাকলে আহত হয়ে মাঠ ছাড়েন তিনি। সেই ম্যাচে শেষ অবধি লিভারপুল ১-৩ ব্যবধানে ম্যাচ হারে।

সালাহকে আহত করা রামোসকে শাস্তি দিতে পিটিশনে সই ৪ লক্ষ মানুষের

এখন শোনা যাচ্ছে, সালাহ-র চোট এতটাই বেশি যে আসন্ন বিশ্বকাপে তাঁকে খেলতে নাও দেখা যেতে পারে। এই খবরে একদিকে যেমন শোকের ছায়া নেমে এসেছে, তেমনই সের্গিও রামোসের বিরুদ্ধে রাগ চরমে উঠেছে।

[আরও পড়ুন: আসন্ন বিশ্বকাপ অনেক দিক দিয়েই স্মরণীয় হতে চলেছে, জানিয়ে দিলেন অর্ণব][আরও পড়ুন: আসন্ন বিশ্বকাপ অনেক দিক দিয়েই স্মরণীয় হতে চলেছে, জানিয়ে দিলেন অর্ণব]

সালাহ-র কাঁধের হাড় সরে গিয়েছে। লিভারপুলের ম্যানেজার য়ুর্গেন ক্লুপ জানিয়েছেন সালাহ ফিফা বিশ্বকাপে অনিশ্চিত হয়ে পড়েছেন। বিশ্বজুড়ে সালাহ-র ভক্তরা রামোসকে শাস্তি দিতে পিটিশনে সই করেছেন। মোট ৪ লক্ষ মানুষ ইতিমধ্যে পিটিশনে সই করেছেন।

সালাহকে আহত করা রামোসকে শাস্তি দিতে পিটিশনে সই ৪ লক্ষ মানুষের

সালাহ এবছর লিভারপুলের হয়ে সব টুর্নামেন্ট মিলিয়ে ৪৪টি গোল করেছেন। একইসঙ্গে প্রিমিয়ার লিগে গোল্ডেন বুটও জিতেছেন। এহেন ফুটবলার বিশ্বকাপ খেলতে না পারলে ভক্তদের রাগ হওয়া স্বাভাবিক। এদিকে রামোসের নামে আদালতে মামলাও হয়েছে। শাস্তি হয় ১ বিলিয়ন ইউরো ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

আইনজীবী বাসিম ওয়াহবা বলেছেন, ফিফাকে অভিযোগ জানানো ছাড়াও আদালতে মামলা করেছি। শারীরিক ও মানসিকভাবে সালাহ-র উপরে আঘাত ও দেশের উপরে এই আঘাত হানা হয়েছে। এর জন্য রামোসের শাস্তি প্রাপ্য।

English summary
Punish Real Madrid's Sergio Ramos for Mohamed Salah's injury, 4 lac people sign online petition
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X