For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা যোদ্ধা পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের পাশে কীভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিল মোহনবাগানীরা

করোনা যোদ্ধা পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের পাশে কীভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিল মোহনবাগানীরা

  • |
Google Oneindia Bengali News

করোনা যুদ্ধের প্রথম দিন থেকেই রাজ্যের বিভিন্ন মোহনবাগানী ফ্যানস ক্লাব সামাজিক কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এবার করোনা যোদ্ধা স্বাস্থ্যকর্মীদের পাশে মোহনবাগানীরা।

পুলিশকে সাহায্য মোহনবাগানীদের

পুলিশকে সাহায্য মোহনবাগানীদের

পূর্ব বর্ধমান মেরিনার্স ফ্যামিলির পক্ষ থেকে বর্ধমান জেলার জেলাশাসক বিজয় ভারতীর হাতে মোহনবাগানী ফ্যানেরা পিপিই কিট, , স্যানিটাইজার, মাস্ক এবং গ্লাভস তুলে দেয়।

স্বাস্থ্যকর্মীদের সাহায্য

স্বাস্থ্যকর্মীদের সাহায্য

একই ভাবে বর্ধমান হাসপাতালের প্রিন্সিপাল, হাসপাতালের সাফাই কর্মী, স্বাস্থ্যকর্মীদের পূর্ব-বর্ধমান মেরিনার্স ফ্যান ক্লাব করুনা রুখতে অতিপ্রয়োজনীয় মুখাবরণী ও গ্লাভস-স্যানিটাইজার ইত্যাদী তুলে দিয়েছে।

সুন্দনবনের পাশে মোহনবাগানীরা

সুন্দনবনের পাশে মোহনবাগানীরা

এর আগে ২৬ মে আম্ফানে ক্ষতিগ্রস্থ পরিবারের গুলির পাশে পূর্ব-বর্ধমান মেরিনার্সদের পক্ষ থেকে সাহায্য তুলে দেওয়া হয়েছে।

২২০ কিমি পথ পারি দিয়ে ত্রাণে সাহায্য

২২০ কিমি পথ পারি দিয়ে ত্রাণে সাহায্য

একদিকে করোনা, অন্যদিকে ২০ মে আম্ফান বিপর্যয়। আম্ফানে পশ্চিমবঙ্গে জেলায় জেলার ধ্বংসের ছবি। সুন্দরবন অঞ্চলে একাধিক গ্রাম এখন জলের তলায় ডুবেছে। এই পরিস্থিতিতে সুদূর বর্ধমান থেকে ২২০ কিমি পথ পারি দিয়ে পূর্ব-বর্ধমান মেরিনার্স সমর্থকরা দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া প্রতন্ত গ্রামে পৌঁছে গিয়ে ত্রিপল, রেশন , চিঁড়ে গুড় , মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন আর ব্লিচিং পাউডার তুলে দিয়ে সাহায্য করে।

ওয়ান ডে-এর এক ইনিংসে সর্বাধিক ছক্কা হাঁকানো ব্যাটসম্যানদের তালিকায় ভারতের এক ওয়ান ডে-এর এক ইনিংসে সর্বাধিক ছক্কা হাঁকানো ব্যাটসম্যানদের তালিকায় ভারতের এক

English summary
Purba Bardhaman Mariners Mohun Bangan fans club help plice and doctors
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X