For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুনীল ছেত্রীকে নিয়ে বিদ্বেষমূলক মন্তব্যে সোশ্যাল মিডিয়া তোলপাড়, নিন্দার ঝড় সব মহলে

সুনীল ছেত্রীকে নিয়ে বিদ্বেষমূলক মন্তব্যে সোশ্যাল মিডিয়া তোলপাড়, নিন্দার ঝড় সব মহলে

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীকে নিয়ে বিদ্বেষমূলক মন্তব্যকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। দেশের ফুটবল আইকনকে অপমানের প্রতিবাদে মুখর হয়েছেন নেটিজেনরা। অভিযুক্ত ব্যক্তিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। যদিও এ ব্যাপারে নিজে মুখ খোলেননি সুনীল।

বিরাট ও সুনীলের কথোপকথন

বিরাট ও সুনীলের কথোপকথন

করোনা ভাইরাসের জেরে লকডাউনের মধ্যেই একে অপরের সঙ্গে কথোপকথনে সামিল হয়েছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও ভারতীয় ফুটবল দলের নেতা সুনীল ছেত্রী। ভিডিও চ্যাটে দুই তারকার মধ্যে মাঠ ও মাঠের বাইরের নানা কাহিনি নিয়ে আলোচনা হয়। তা দেখে এবং শুনে দারুণ মজা পেয়েছেন নেটিজেনরা।

সুনীলকে কটাক্ষ

সুনীলকে কটাক্ষ

ভিডিও চ্যাটে বিরাট কোহলি ও সুনীল ছেত্রীর কথোপকথন সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে। তাতে তাল কেটেছে এক নেটিজেনের বিরূপ প্রতিক্রিয়ায়। যশ শর্মা নামে এক ব্যক্তি সুনীল ছেত্রীর উদ্দেশে প্রশ্ন করে বসেন যে 'এই নেপালিটি কে'? দেশের সর্বোচ্চ গোলদাতা তথা বর্তমান প্রজন্মের ফুটবল আইকনের এহেন অপমান মেনে নিতে পারছেন না নেটিজেনরা।

নেটিজেনদের প্রতিক্রিয়া

সুনীল ছেত্রীকে নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করা ওই ব্যক্তিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে রব তুলেছেন নেটিজেনরা। কারও কথায়, দেশের ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রীকে কেউ না-ই চিনতে পারেন। তা বলে উত্তর-পূর্ব ভারতের মানুষদের সম্পর্কে এমন জঘন্য ধ্যান-ধারণা পোষণ করা অত্যন্ত লজ্জাজনক। এমন ঘটনা ভারতেই হওয়া সম্ভব বলেও মন্তব্য করেছেন অনেকে।

নিশ্চুপ সুনীল

নিশ্চুপ সুনীল

কয়েক দিন আগেই উত্তর-পূর্ ভারতের মানুষদের বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছিল বলে তীব্র প্রতিবাদ করেছিলেন সুনীল ছেত্রী। এবার তিনি নিজে তিরবিদ্ধ হলেও এ ব্যাপারে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক এখনও কোনও প্রতিক্রিয়া দেননি।

English summary
Racist comments on Sunil Chhetri makes huge impact on social media
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X