For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক বছরের জন্য সাসপেন্ড হলেন মিনার্ভা মালিক সঙ্গে দশ লক্ষ টাকা জরিমানা

বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করার জেরে আই লিগ জয়ী মিনার্ভা পঞ্জাবের মালিক রঞ্জিত বাজাজকে এক বছরের জন্য সাসপেন্ড করল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন(এআইএফএফ)।

Google Oneindia Bengali News

বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করার জেরে আই লিগ জয়ী মিনার্ভা পঞ্জাবের মালিক রঞ্জিত বাজাজকে এক বছরের জন্য সাসপেন্ড করল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন(এআইএফএফ)। শুধু সাসপেন্ডই নয়, তাঁকে আর্থিক জরিমানাও করা হয়েছে ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থার পক্ষ থেকে। ১০ লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হয় রঞ্জিতকে।

এক বছরের জন্য সাসপেন্ড হলেন মিনার্ভা মালিক সঙ্গে দশ লক্ষ টাকা জরিমানা

এই টাকা আগামী দশ দিনের মধ্যে জমা করতে হবে বাজাজকে। এই এক বছর ফুটবলের সঙ্গে যুক্ত কোনও কাজই করতে পারবেন না মিনার্ভা মালিক। এছাড়া এই এক বছর এআইএফএফ পরিচালিত কোনও টুর্নামেন্ট মাঠে ঢুকতে পারবেন না তিনি।

তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়ার পর এবং হাতে রিপোর্ট আসার পর বৈঠকে বসেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি। ওই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। বর্ণবিদ্বেষমূলক অভিযোগের পাশাপাশি ম্যাচ কমিশনারকে হুমকি দেওয়ার অভিযোগও আছে মিনার্ভা কর্ণধরের বিরুদ্ধে।

এআইএফএফ-এর শৃঙ্খলারক্ষা কমিটির পক্ষ থেকে জানান হয় এই নিয়ে এক বছরের মধ্যে চতুর্থবার এই ধরনের ভুল করেছেন রঞ্জিত বাজাজ।

English summary
Minerva Punjab owner Ranjit Bajaj was banned for one year from all football activity and also fined Rs 10 lakh by AIFF.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X