For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের লক্ষ্যে এক ধাপ এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ

ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের কাছে হারতে হল বার্য়ান মিউনিখকে। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালে প্রথম লেগের ম্যাচে বার্য়ান মিউনিখকে ২-১ গোলে হারিয়ে দিল রিয়াল মাদ্রিদ।

  • By Koushik Chakraborty
  • |
Google Oneindia Bengali News

চ্যাম্পিয়নস লিগের ফাইনালের লক্ষ্য এক ধাপ এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। বুধবার গভীর রাতে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালে প্রথম লেগের ম্যাচে বার্য়ান মিউনিখকে ২-১ গোলে হারিয়ে দিল রিয়াল মাদ্রিদ।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের লক্ষ্যে এক ধাপ এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ

এ দিন রিয়ালের প্রথম দলে করিম বেঞ্জিমা বা গ্যারেথ বেল কাউকেই রাখেননি কোচ জিনেদিন জিদান। রিয়াল সমর্থকদের পাশিপাশি জিজুর এই দল গঠনে অবাকই হয়েছিলেন ফুটবল বিশেষজ্ঞরাও। কিন্তু বার্য়ানের ঘরের মাঠে প্রথম দিকটা একটু গুটিয়ে থাকলেও খেলা এগনোর সঙ্গে সঙ্গে সাবলীল হয় রিয়াল।

রিয়াল ম্যাচটি জিতলেও আলিয়ান্জ স্টেডিয়ামে এ দিন শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচে নিজেদের দাপট বজায় রাখে বার্য়ান। কিন্তু ম্যাচ শুরুর দশ মিনিটের মধ্যে চোট নিয়ে আর্জেন রবেনের মাঠ ছাড়াটাই এ দিন হয়তো ম্যাচের ভাগ্য বদলে দিল। রবেন থাকলে খেলার ফল অন্য হতেই পারত।

রবেন বেরিয়ে গেলেও প্রথম গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি থমাস মুলারের দলকে। ম্যাচের ২৮ মিনিটে হামেজ রদ্রিগেজের পাস থেকে বার্য়ানকে এগিয়ে দেন জোসুয়া কিমিচ।

তবে, এই গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি জার্মান দলটি। প্রথমার্ধের অন্তিম লগ্নে গোল করে রিয়ালকে ম্যাচে ফিরিয়ে আনেন ব্রাজিলীয় লেফট ব্যাক মার্সেলো। ড্যানিয়েলের কার্ভাজালের পাস থেকে গোল করে যান মার্সেলো। ১-১ গোলে শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই একটি ট্যাকটিকাল পরিবর্তন নেয় রিয়াল কোচ জিনেদিন জিদান। ইস্কোর পরিবর্তে মাঠে নামান মার্কো অ্যাসেন্সিওকে। আর এই পরিবর্তনটিই গড়ে দিল রিয়ালের পক্ষে ম্যাচের ভাগ্য। ম্যাচের ৫৭ মিনিটে লুকাস ভ্যাজকুইজের পাস থেকে গোল করে রিয়ালকে লিড এনে দেন সুপার সাব মার্কো অ্যাসেন্সিও। গোলের সংখ্যা আরও বাড়তে পারত যদি না ৭১ মিনিটে করা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর গোলটি অফ সাইডের জন্য বাতিল করতেন রেফারি।

অন্য দিকে, ঘরের মাঠে পিছিয়ে পড়ে একের পর আক্রমণ সানাতে থাকে বার্য়ান। কিন্তু স্ট্রাইকারদের ভেদ শক্তির অভাবে গোলের রাস্তা আর দেখতে পায়নি থমাস মুলারের দল।

দল হারলেও এ দিন রিয়াল থেকে লোনে আসা হামেজ রডরিগেজ বেশ ভাল খেলেলেন বার্য়ানের জার্সি গায়ে। মে মাসের ২ তারিখ ফিরতি পর্বের ম্যাচে মাদ্রিদে রিয়ালের মুখোমুখি হবে বার্য়ান।

English summary
In the first leg of Champions League semi final Real Madrid beat Bayern Munich.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X